স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় মধ্যপ্রদেশের এক প্রৌঢ়াকে। সেই মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টে আইনজীবী ছাড়াই নিজের পক্ষে নিজেই সওয়াল করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রাক্তন রসায়নের অধ্যাপিকা। চেষ্টা করেছিলেন, ‘বৈজ্ঞানিকভাবে’ তাঁর স্বামীর মৃত্যুর কারণ ব্যাখ্যা করতে। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেন না। স্বামীকে খুনের অপরাধে যাবজ্জীবন তাঁকে কারাদণ্ড দিল আদালত।
আরও পড়ুন-ইনস্টাগ্রাম অস্ত্র, বাংলার পড়শির মেয়ে পারভিন আল কায়দা জঙ্গি, কীভাবে ধরা হল?
এক সময় মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার এক কলেজে রসায়ন পড়াতেন মমতা পাঠক।তাঁর স্বামী নীরজ পাঠক ছিলেন একজন প্রাক্তন সরকারি চিকিৎসক। ২০২১ সালে নিজের বাড়িতেই রহস্যজনকভাবে মৃত্যু হয় নীরজ পাঠকের। সেই সময় পুলিশের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু পরে ময়নাতদন্ত এবং ফরেনসিক রিপোর্টে উঠে আসে অন্য তথ্য। সেই সূত্র ধরেই পুলিশের সন্দেহ গড়ায় মমতার দিকে। পরে তদন্তে উঠে আসে আরও কিছু তথ্য এবং স্বামীকে খুনের অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।এরপর ২০২২ সালে জেলার একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেয়। কিন্তু এরপর এক মানবিক কারণে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়, কারণ তাঁর মানসিক প্রতিবন্ধী সন্তানের যত্ন নেওয়ার কেউ ছিল না।
জামিনে মুক্ত থাকার সময়েই মমতা মধ্যপ্রদেশ হাইকোর্টে জেলা আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেন। তবে কোনও আইনজীবীর সাহায্য না নিয়ে, নিজেই নিজের পক্ষে সওয়াল করেন মমতা। এই দৃশ্য আদালতে উপস্থিত সকলকে যেমন অবাক করে, তেমনই সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে তাঁর সওয়ালের ভিডিও।আদালত কক্ষে দাঁড়িয়ে অত্যন্ত ধীরস্থির ভঙ্গিতে মমতা জানান, বৈদ্যুতিক শক এবং তাপঘাত-এর মধ্যে পার্থক্য বোঝা কঠিন। শুধুমাত্র রাসায়নিক বিশ্লেষণেই সঠিক কারণ নির্ধারণ সম্ভব। সেই যুক্তির পর বিচারপতি তাঁকে জিজ্ঞেস করেন, 'আপনি কি রসায়নের অধ্যাপিকা?' জবাবে তিনি বলেন, 'হ্যাঁ।' মমতার বৈজ্ঞানিক যুক্তি, চাপের মুখে পড়েও আত্মবিশ্বাস এবং খুনের বিচারের সময়ও ভেঙে না পড়ার মনোভাবের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। অনেকেই তাঁকে সমর্থন করতে থাকেন। তবে সামাজিক সহানুভূতি বা ভাইরাল উপস্থিতি বিচারকে প্রভাবিত করতে পারেনি। হাইকোর্ট মমতার যাবজ্জীবন সাজা বহাল রেখেছে।
আরও পড়ুন-ইনস্টাগ্রাম অস্ত্র, বাংলার পড়শির মেয়ে পারভিন আল কায়দা জঙ্গি, কীভাবে ধরা হল?