অনেকেরই দাবি চাপ দিয়ে, মিথ্যা কথা বলে হাজার হাজার টাকার Byju's কোর্স বিক্রি করা হয়েছে। সরকারি সংগঠনের নজরেও এসেছে দেশের সবচেয়ে বেশি ভ্যালুয়েশনের এড-টেক সংস্থা। এরপরেই এই ঘোষণা।
ফাইল ছবি: বাইজুস
বাড়ি গিয়ে গিয়ে বিক্রি বন্ধ! এমনই বড়সড় সিদ্ধান্ত নিল Byju's । সংস্থার সেলস প্রতিনিধিদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরেই অভিযোগ উঠেছে। অনেকেরই দাবি চাপ দিয়ে, মিথ্যা কথা বলে হাজার হাজার টাকার বাইজুস কোর্স বিক্রি করা হয়েছে। সরকারি সংগঠনের নজরেও এসেছে দেশের সবচেয়ে বেশি ভ্যালুয়েশনের এড-টেক সংস্থা। এরপরেই এই ঘোষণা।
গত বছর একাধিক সংবাদ প্রতিবেদনে বাইজুস-এর জোর করে কোর্স বিক্রির অভ্যাসের বিষয়টি উঠে আসে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR) বাইজুস-এর কর্ম সংস্কৃতি এবং গ্রাহক পরিষেবার বিষয়ে জানতে পারে। সংস্থার প্রধান বাইজু রবীন্দ্রনকে সমন করে NCPCR। এরপর সংস্থা জানায়, মাসে ২৫ হাজার টাকার কম আয় করা অভিভাবকদের শিশুদের কোর্স বেচবে না Byju's (ক্লিক করুন)।
এতদিন যা হত
নাম প্রকাশে অনিচ্ছুক, কোন্নগরের এক প্রাক্তন বাইজু সেলসকর্মী জানান, কোর্স বিক্রির মূলেই ছিল বাড়ি বাড়ি প্রতিনিধি পাঠানো। প্রথমে স্কুল থেকে বা অন্য মাধ্যমে সম্ভাব্য পড়ুয়াদের নাম-ফোন নম্বর সংগ্রহ করা হত। সেটা দেখে ফোন করতেন বাইজুস-এর সেলস কর্মীরা। বহু ফোন কল করার পর অনুনয়-বিনয় করে বাড়ি গিয়ে 'ডেমো' দেখাবেন বলে অভিভাবকদের রাজি করাতেন।