বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিকে চলতি মাসেই দেশের পাঁচ রাজ্যে ভোট। সেক্ষেত্রে এই কেন্দ্রীয় বাজেট কতটা সাধারণ ভোটারদের মন জয় করতে পারবে তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। এই বাজেট নিয়ে তীব্র তোপ দেগেছেন বিরোধীরা। কংগ্রেসের দাবি, মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এই বাজেট। মধ্যবিত্ত ও বেতনভুকদের জন্য কোনও আশার কথা নেই বলে টুইট করে দাবি রাহুল গান্ধীর। একেবারে তালিকা ধরে তিনি এই বাজেটের সমালোচনা করেছেন। রাহুল গান্ধী লিখেছেন, মোদী সরকারের জিরো সাম বাজেট! বেতনভুক শ্রেণি, মধ্যবিত্ত, গরিব ও বঞ্চিত, যুব সমাজ, কৃষক ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য কিছু নেই। কার্যত মধ্যবিত্ত, গরিব মানুষ যে হতাশ এই বাজেটে সেটাই তুলে ধরে খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী।
তবে বিরোধীদের একাংশের মতে, দেশের বিভিন্ন রাজ্যে ভোট রয়েছে। সেক্ষেত্রে কার্যত ভোটের দিকে লক্ষ্য রেখেই বাজেট তৈরির চেষ্টা করেছে মোদী সরকার। কিন্তু বাস্তবে এই বাজেট সাধারণ ভোটারদের মন কতটা জয় করতে পারবে তা নিয়েও প্রশ্নটা থেকেই গিয়েছে। বিশেষজ্ঞদের মতে বেকারত্ব কমাতে বাজেটে কোনও দিশা দেখানো হয়নি। বয়স্কদের জন্য বাজেটে বিশেষ কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে সীতারাম ইয়েচুরি বাজেটের সমালোচনায় মুখর বিরোধীরা।