প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের শেষকৃত্যের আয়োজন ও স্মৃতিসৌধ নির্মাণের জন্য স্থান নির্বাচন সংক্রান্ত বিতর্কের মাঝেই এবার তৈরি হল নয়া বিতর্ক। আগের বিতর্কে অভিযুক্ত ছিল বিজেপি এবং তাদের নিশানা করেছিল কংগ্রেস। আর, এই নয়া বিতর্কে পালটা কংগ্রেসকেই কাঠগড়ায় তুলছে গেরুয়া শিবির!
ঘটনা হল, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ড. মনমোহন সিংয়ের মরদেহ দাহ করার পর তাঁর ছাইভষ্ম বিসর্জন দেওয়া হয়। কিন্তু, সেই সময় সেখানে গান্ধী পরিবারের একজন সদস্যও উপস্থিত ছিলেন না। আর তা নিয়েই কংগ্রেসকে নিশানা করছেন বিজেপি নেতারা।
প্রসঙ্গত, গত শনিবার দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্যের পর রবিবার রাজধানীরই গুরুদ্বার মজনু কা টিলা সাহিবের কাছে যমুনা নদীতে মনমোহনের অস্থি বিসর্জন দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের সদস্য, আত্মীয় ও প্রিয়জনেরা। কিন্তু, গান্ধী পরিবারের কোনও সদস্য সেখানে উপস্থিত ছিলেন না।
বিষয়টি নজরে আসতেই কংগ্রেসকে আক্রমণ করতে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে বিজেপি। দলের একের পর এক নেতা এ নিয়ে সংবাদমাধ্যমে তোপ দেগেছেন।
সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদনে এক বিজেপি নেতাকে এই ইস্যুতে সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করতে দেখা গিয়েছে।
ওই নেতার বক্তব্য, কংগ্রেস এতটাই নির্লজ্জ যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে পর্যন্ত রাজনীতি করতে ছাড়ছে না। তাঁর অভিযোগ, মনমোহন সিংয়ের নামে স্মৃতিসৌধ নির্মাণের স্থান খুঁজছে কেন্দ্রীয় সরকার। সেটা জেনেও কংগ্রেস রাজনীতি করে চলেছে।
বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, 'মনমোহন যখন বেঁচে ছিলেন, তখন পদে পদে তাঁকে অপমান করেছে কংগ্রেস নেতৃত্ব। অর্ডিন্য়ান্স কে ছিঁড়েছিল? কে ফেয়ারওয়েলের অনুষ্ঠানে আসেনি? কারা সমান্তরাল সরকার চালাত? ড. সিংকে কংগ্রেস এতটাই প্রতারিত করেছিল যে তিনি পদত্যাগ করতেও রাজি ছিলেন। মনমোহন বেঁচে থাকতে যারা তাঁকে অপমান করেছিল, এখন তারাই ড্রামা করছে। এমন ভাব দেখাচ্ছে যেন মনমোহনকে সম্মান করতে তারা কতটা বদ্ধপরিকর! অথচ, তাঁর অস্থিটুকুও তারা নিতে যায়নি।'
আর এক বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা বলেন, 'কংগ্রেসের এই আচরণ একইসঙ্গে শকিং এবং সারপ্রাইজিং। যারা এতক্ষণ ধরে এত কথা বলছিল, বলছিল - এটা করা হয়নি, ওটা করা হয়নি বলে দাবি করছিল। তারাই মাত্র ২০ ঘণ্টা কাটতে না কাটতেই ড. মনমোহন সিংকে পুরোপুরি ভুলে গেল! এমনকী, কংগ্রেসের একজন আঞ্চলিক সভাপতি পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন না!'