বাংলাদেশের চট্টগ্রাম নগরে একটি পুজো মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে এই অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সংক্রান্ত মামলার শুনানিতে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন দুপক্ষের আইনজীবীরা। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এজলাস থেকে নেমে যান বিচারক। যদিও পুলিশি হেফাজতের আবেদন নাকচ করে দেন বিচারক। আজ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে পুজোয় ৩৫টি অপ্রীতিকর ঘটনা, নেওয়া হয়েছে পদক্ষেপ, জানালেন IGP
সোমবার মামলার শুনানি ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পুজো মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনের অভিযোগে ধৃত দুজনকে পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল। সেই মামলারই শুনানি ছিল এদিন আদালতে। তবে শেষমেশ পুলিশের আবেদন গ্রহণ করেনি আদালত। আজ মঙ্গলবার ধৃতদের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুজো মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনের অভিযোগ উঠতেই গত বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে। তাদের নাম হল- শহিদুল করিম এবং নুরুল ইসলাম। দুজনেই হলেন মাদ্রাসার শিক্ষক। তাদের পক্ষে আইনজীবীরা পুলিশে হেফাজত বাতিলের জন্য আবেদন করেন।
অন্যদিকে, সহকারি আইনজীবীরা তাদের জামিনের বিরোধিতা করে পুলিশ হেফাজত চেয়ে আবেদন জানান। সেই সময় দুই পক্ষের আইনজীবী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সূত্রের খবর, অভিযুক্তদের পক্ষে মামলা লড়ছেন আইনজীবী শামসুল আলম। তিনি আদালতে দাবি করেন, তাঁর মক্কেলরা স্বেচ্ছায় পুজো মণ্ডপে যাননি। তাদের পুজো কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্ত আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই কারণে তাঁরা সেখানে গিয়েছিলেন। আর মঞ্চে ওঠার আগে তাঁদের নাম ঘোষণা করা হয়েছিল।