Bangladesh Ex Intel Officer: বাংলাদেশের সামরিক গোয়েন্দা বিভাগের প্রাক্তন ডিজি হামিদুলের ওপর কোপ! জারি কোন নিষেধাজ্ঞা?
2 মিনিটে পড়ুন Updated: 22 Apr 2025, 01:52 PM ISTহামিদুল হক ও তাঁর স্ত্রীকে ঘিরে এল কোন নির্দেশ?
হামিদুল হক ও তাঁর স্ত্রীকে ঘিরে এল কোন নির্দেশ?
বাংলাদেশের ‘ডাইরেক্ট জেনারেল অফ ফোর্সেস ইন্টালিজেন্স’ এর প্রাক্তন ডিজি মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রীকে ঘিরে এল বাংলাদেশের কোর্টের তরফে এক বড় নির্দেশ। হামিদুল ও তাঁর স্ত্রী নুসরত জাহানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। উল্লেখ্য, শুধু বাংলাদেশের সেনার গোয়েন্দা সংস্থার তাবড় কর্তাই ছিলেন না হামিদুল, তিনি ময়মনসিংহ ক্যান্টনমেন্টের প্রাক্তন জেনারেল অফিসার কমান্ডার পদেও বহুদিন কর্মরত ছিলেন। আর শেখ হাসিনার আমলের সেই তাবড় গোয়েন্দা তথা সামরিক কর্মকর্তাকে ঘিরে বাংলাদেশের কোর্টের তরফে ওই নির্দেশ এসেছে।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মহম্মদ জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্টের তরফে ওই নিষেধাজ্ঞা জারি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের তরফে জনসংযোগ আধিকারিক আকতারুল ইসলাম একছা জানিয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে, হামিদুল ও তাঁর স্ত্রীর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য কোর্টে আবেদন করে দুদক। তার প্রেক্ষিতেই কোর্ট ওই রায় দিয়েছে। প্রশ্ন উঠতেই পারে যে, হামিদুলের বিরুদ্ধে কোন অভিযোগ রয়েছে? কোর্টে করা দুদকের তরফে আবেদনে বলা হয়েছে, হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ ঘিরে তদন্তও চলছে। বলা হচ্ছে, এই অভিযোগের ভিত্তিতে হামিদুল দেশ ছেড়ে সস্ত্রীক বিদেশে যেতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা গিয়েছে। আর তার জেরেই এই নির্দেশের জন্য কোর্টে আবেদন করা হয় দুদকের তরফে।
কোর্টে দুদক তার আবেদনে জানায়, হামিদুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু সমাধান ও তদন্তের গতি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতেই তারা এমন নিষেধাজ্ঞার আবেদন করেছে বলে জানানো হয়েছে।