Bangladesh Army Conspiracy Update: বাংলাদেশ সেনাপ্রধানকে সরানোর ষড়যন্ত্র ঢাকায়, নজরদারি ISI ঘনিষ্ঠ ফয়জুরের ওপর
Updated: 11 Mar 2025, 09:24 PM IST Abhijit Chowdhury 11 Mar 2025 bangladesh, bangladesh army, bangladesh army chief, bangladesh army conspiracy, general waker-uz-zaman, lt general faizur rahman, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, বাংলাদেশ, বাংলাদেশ সেনা, বাংলাদেশ সেনা প্রধানকে সরানোর ষড়যন্ত্র, ওয়াকার উজ জামান, ঢাকা, বাংলাদেশ সেনাপ্রধানকয়েকদিন আগেই বাংলাদেশে গিয়েছিলেন আইএসআই কর্তারা। তখন বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান নাকি তাঁদের সঙ্গে বৈঠক করেছিলেন। এহেন জামাতপন্থী সেনা কর্তা বাহিনীর প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ। এই আবহে তাঁর ওপর নজদারি চালাচ্ছে সেই দেশের সেনার ইন্টেলিজেন্স।
পরবর্তী ফটো গ্যালারি