বাংলা নিউজ > ঘরে বাইরে > সময় মাত্র ২ সপ্তাহ, বাবুঘাট বাস স্ট্যান্ড উঠে যাবে সাঁতরাগাছিতে
পরবর্তী খবর
বাবুঘাট থেকে সরাতে হবে বাস টার্মিনাস। আগামী ২ সপ্তাহের মধ্যেই বাস টার্মিনাস সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ রাজ্য পরিবহণ দফতরের। একাধিক মামলায় যানজট, পরিবেশ দূষণ, ময়দানের দূষণ ইত্যাদির জন্য বাবুঘাট টার্মিনাসকে দায়ী করা হয়েছে। মূলত এই কারণেই সাঁতরাগাছি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছিল।
আরও পড়ুন: Gallery: মৌনি রায়ের এই বিচ লুকসে ঘুম উড়বে আপনার
বাবুঘাটে সাধারণত আন্তঃরাজ্য দূরপাল্লার বাসগুলি থাকে। চারটি রুটের ১০০টিরও বেশি বাস ছাড়ে এখান থেকে। এদিকে এত পরিমাণে বাসের কারণে সেখানে বিপুল যানজট তৈরি হয। তাছাড়া দূষণের সমস্যাও আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংক্রান্ত এক মামলায় এই বাবুঘাট বাস টার্মিনাসের ভিড়, ধোঁয়া, রাসায়নিক দূষণকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।