Social Media Ban: বয়স ১৬র নিচে হলেই সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা! এমনই আইন আনতে চলেছে ভারতের বন্ধু দেশ
1 মিনিটে পড়ুন Updated: 08 Nov 2024, 12:18 AM ISTসোশ্যাল মিডিয়ার সুবিধা-অসুবিধা নিয়ে চর্চার মাঝেই বড় খবর এল ভারতের বন্ধু দেশ থেকে।
সোশ্যাল মিডিয়ার সুবিধা-অসুবিধা নিয়ে চর্চার মাঝেই বড় খবর এল ভারতের বন্ধু দেশ থেকে।
১৬ বছরের নিচে বয়স এমন এদেশের বহু নাবালক, নাবালিকাকে সোশ্যাল মিডিয়া নিয়ে, মা কিম্বা বাবার কাছে বকুনি খেতে হয়! ‘সারাক্ষণ মোবাইল ঘাঁটা.. আর ফেসবুক’ এমন ধমক বহু নাবালক নাবালিকাই বাড়িতে অভিভাবকদের কাছে শুনে থাকে! তবে এদেশ ছাড়িয়ে ক্রোশ দূরের দক্ষিণ গোলার্ধের এক দেশে এবার ১৬ বছরের নিচের নাবালক নাবালিকাদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা হচ্ছে। যে সে দেশ নয়! অস্ট্রেলিয়া এমন ভাবনা চিন্তায় আছে। যে দেশ ভারতের বন্ধু হিসাবে পরিচিত।
দেশ জুড়ে ১৬ বছরের নিচের বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যানকে আইনে রূপান্তরিত করার ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। সেদেশের প্রাইমমিনিস্টার অ্যান্টনি অ্যালবানিজ নিজে এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, তাঁর সরকার এমন এক পরিকল্পনার পথে এগিয়ে যাচ্ছে। খুব শিগগিরই এমন আইনের প্রস্তাবকে অস্ট্রেলিয়ার সংসদে পেশ করা হবে। পরের সপ্তাহেই অস্ট্রেলিয়ার সংসদে এই আইনের প্রস্তাব পেশ হবে। বিবিসির খবর অনুযায়ী, অ্যান্টনি অ্যালবানিজ বলছেন, সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিক অস্ট্রেলিয়ার শিশুদের কমানোর উদ্দেশেই এমন পরিকল্পনা।
স্বস্তির বার্তা কাদের জন্য?
তবে মিডিয়া রিপোর্টের দাবি, ইতিমধ্যেই যে সমস্ত ১৬ বছরের নিচের বয়সী ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে, বা যে ১৬ বছরের নিচের নাবালক নাবালিকারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় আসবে না। এমনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এই আইনের নানান দিক নিয়ে বিভিন্ন ভাবনা চিন্তা করা হচ্ছে। তা নিয়ে সংসদে তর্কও হবে।