বোমার হুমকি মিলল গোয়ার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে (এটিসি)। তার জেরে ঘুরিয়ে দেওয়া হল মস্কো-গোয়া চার্টার্ড ফ্লাইট। ২৪৪ জন যাত্রী-সহ জামনগর বিমানবন্দরে সুরক্ষিতভাবেই অবতরণ করেছে ওই বিমান। তারপর ওই বিমানে তল্লাশি শুরু হয়েছে।
'হিন্দুস্তান টাইমস'-র প্রতিবেদন অনুযায়ী, বিমানটি গোয়ার ডাম্বোলিম বিমানবন্দরে অবতরণের কথা ছিল। যা নৌসেনার ঘাঁটি। এক পুলিশ আধিকারিক বলেছেন, 'আমাদের ফোনে জানানো হয়, রাশিয়া থেকে আগত চার্টার্ড ফ্লাইটে বোমা আছে বলে একটি উড়োফোন এসেছে। বম্ব স্কোয়াড-সহ ডাম্বোলিম বিমানবন্দরে বাড়তি বাহিনী মোতায়েন করেছে গোয়া পুলিশ। পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা।'
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রাজকোট এবং জামনগর রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল পুলিশ অশোক কুমার যাদব জানিয়েছেন যে বোমাতঙ্কের জেরে মস্কো থেকে গোয়াগামী বিমানকে জামনগর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে। জরুরি অবতরণের পর যাত্রী এবং বিমানকর্মীরা সুরক্ষিতভাবে বিমান থেকে নেমে এসেছেন। পুলিশ এবং স্থানীয় প্রশাসনের তরফে পুরো বিমানে তল্লাশি চালানো হচ্ছে।