যাতে তাঁর ছয় জন স্ত্রীকে নিয়ে একসঙ্গে একই খাটে সময় কাটাতে পারেন, তার জন্য ব্রাজিলের এক ব্যক্তি কিনে ফেললেন ৮১ লাখ টাকা দামের খাট। আর্থার ও উসরো, বহু আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত নাম। ২০ ফুট দৈর্ঘ্যে আর ৭ ফুট প্রস্থ মাপের এই খাটে যাতে তাঁর ৬ স্ত্রী পর পর শুয়ে পড়তে পারেন, তার জন্য এই খাট বলে জানিয়েছেন আর্থার।
আগেই আর্থার তাঁর ৬ স্ত্রীকে বিয়ে করে একসঙ্গে এক ছাদের তলায় থাকার ঘটনায় শোরগোল ফেলে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর কীর্তিকাণ্ড ইতিমধ্যেই ভাইরাল। এক স্থানীয় মিডিয়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আর্থার জানান, জায়গার কমতির নিরিখে এই বড় মাপের খাট কেনার কথা ভেবেছেন তিনি। আর্থার বলছেন, বাড়িতে ৬ স্ত্রীকে খাটে শোবার জায়গা দিতে গিয়ে, তাঁকে বহু সময় বাড়িতে সোফা, অন্যান্য খাটে শুতে হয়। এছাড়াও কখনও কখনও তিনি মাটিতেও শুয়ে পড়েন জায়গার অভাবে। সেই জায়গা যাতে তিনি পান, তার জন্য আর্থার এই বিশালাকার খাট কিনে ফেলেছেন। ছয় স্ত্রীর স্বামী এই ব্রাজিলিয় ব্যক্তি আর্থার বলছেন, ‘আমার সারাজীবনে আমি এমন কাজ করেছি যাতে আমার জন্য আর আমার স্ত্রীদের জন্য জীবনটা সহজ হয়।’ তিনি জানাচ্ছেন, তিনি ‘যেটা বাস্তবে ঘটিয়ে ফেলেছেন, তা অনেকের কাছে অসম্ভব বলে মনে হয়েছে।’ আর্থারের কথায় ‘বিশ্বের বৃহত্তম খাট তৈরি করে’ ফেলে তিনি অসম্ভবকে সম্ভব করেছেন।( ‘অবসাদ, আত্মহত্যা হাসির জিনিস নয়’, মোদীর মন্তব্যে ঝোড়ো টুইট প্রিয়াঙ্কার)