কর্তব্যরত দুই ট্রাফিক পুলিশকে ধাক্কা মারল গাড়ি। শুধু তাই নয়, ধাক্কা মারার পর পুলিশ কর্মীদের গাড়িতে করে টেনে নিয়ে যাওয়া হল প্রায় ২০ মিটার দূরে। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে গেল চালক। রাজধানী দিল্লির রাস্তায় এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিয়ো ফুটেছে সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে কীভাবে পুলিশ কর্মীদের গাড়িতে করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় দুই পুলিশ কর্মীকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, গাড়ির চালক অপ্রাপ্তবয়স্ক। তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন: মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার কাজলের ভাই! ফেক নিউজের জের, চটলেন পরিচালক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির বের সরাই এলাকায় শনিবার সন্ধ্যা ৭.৪৫ টায় বেদান্ত দেশিকা মার্গের কাছে। নিয়ম ভঙ্গ করার জন্য দুই পুলিশ কনস্টেবল গাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু, গাড়ি না থামিয়ে চালক গতি আরও বাড়িয়ে দেয়। এদিকে, সামনে থাকা দুই পুলিশকে ধাক্কা মারার পর সামনের দিকে গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকে চালক। তারপরে গাড়ির বনেট আঁকড়ে ধরেন দুই পুলিশ কর্মী। এভাবেই তাদের ২০ মিটার বেশি দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। পরে গাড়ি নিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় চালক। পুলিশ জানিয়েছে গাড়িতে দুজন ছিল। তারা দুজনেই অপ্রাপ্তবয়স্ক।