ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ১১ শতাংশ বাড়িয়েছে গুজরাত। তার ফলে তাঁরা ২৮ শতাংশ ডিয়ারনেস অ্যালোয়েন্স (ডিএ) পাবেন। যা জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে সেপ্টেম্বরের বেতনের সঙ্গে প্রথম বর্ধিত হারে সেই ডিএ ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। জুলাই এবং অগস্টের বর্ধিত ডিএ ‘এরিয়ার’ হিসেবে দেওয়া হবে।এতদিন গুজরাতের সরকারি কর্মচারীরা ১৭ শতাংশ হারে ডিএ পেতেন। যা ১ জুলাই থেকে বেড়ে হয়েছে ২৮ শতাংশ। একইসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বেড়েছে। যে ঘোষণার ফলে সপ্তম বেতন কমিশনের আওতায় ৯.৬১ লাখ রাজ্য সরকারি কর্মচারী এবং ৪.৫ লাখ অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী লাভবান হবেন।গুজরাতের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কত হবে?বেসিক স্যালারি : মাসিক ১০,০০০ টাকা।নয়া মহার্ঘ ভাতা : মাসিক ২,৮০০ টাকা।আগের মহার্ঘ ভাতা : মাসিক ১,৭০০ টাকা।পার্থক্য : মাসিক ১,১০০ টাকা।বার্ষিক বৃদ্ধি : ১৩,২০০ টাকা।(বিশেষ দ্রষ্টব্য : হিসাবের সুবিধার জন্য ১০,০০০ টাকা বেসিক স্যালারি ধরা হয়েছে।)উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর মাসখানেক আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বেড়েছে। সেইসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ানো হয়েছে। চলতি বছরের জুলাই থেকে তাঁরা ২৮ শতাংশ ডিএ বা ডিআর পাবেন। যা এতদিন ১৭ শতাংশ ছিল। তারইমধ্যে উৎসবের মরশুম শুরুর আগেই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোয়েন্স (ডিএ)। সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে এরকম দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনগুলি অনুযায়ী, মহার্ঘ ভাতা আরও তিন শতাংশ বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৩১ শতাংশ।