স্বাধীনতা দিবসের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সিআরপিএফ-এর একটি গাড়ি হুড়মুড়িয়ে খাদে পড়ে কমপক্ষে ৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার কান্দোয়া-বসন্তগড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এদিন সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ, সিআরপিএফ-এর ১৮৭ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা একটি অভিযানের পর বসন্তগড় থেকে ফিরে আসছিলেন। ফেরার পথে গাড়িটি আচমকা খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে মোট ২৩ জন জওয়ান ছিলেন বলে জানিয়েছেন আধিকারিকরা।দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। ইতিমধ্যে আহত জওয়ানদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন-বিপদসীমা ছাড়াল যমুনা! দিল্লিতে বন্যার ভ্রূকুটি, লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ-হিমাচল
এদিকে, এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী তথা উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সিআরপিএফ-র গাড়ির দুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত। ওই গাড়িতে বহু সাহসী জওয়ান ছিলেন। উধমপুরের জেলাশাসক সালোনি রাই পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং আমাকে আপডেট দিচ্ছেন। উদ্ধার কাজ অবিলম্বে শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারাও স্বেচ্ছায় সাহায্যে এগিয়ে এসেছেন। সমস্ত রকম সাহায্য নিশ্চিত করা হচ্ছে।' অন্যদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন। ঘটনার খবর নিশ্চিত করেছেন উধমপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভাট।তিনি জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতায় এগিয়ে আসেন।দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে যায়।
আরও পড়ুন-বিপদসীমা ছাড়াল যমুনা! দিল্লিতে বন্যার ভ্রূকুটি, লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ-হিমাচল
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।এক্স বার্তায় তিনি জানান, 'উধমপুরের কাছে দুর্ঘটনায় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুতে আমি শোকাহত।দেশের প্রতি তাদের সেবা আমরা কখনই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' প্রসঙ্গত, জুম্মও কাশ্মীরের পাহাড়ি রাস্তায় অতিরিক্ত বৃষ্টিপাত ও খারাপ রাস্তার কারণে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।পাহাড়ি অঞ্চলে এমন দুর্ঘটনা প্রতিরোধে আরও সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছে প্রশাসন।