
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হোলি উদযাপনে অনুমতি না মেলায় মধ্যপ্রদেশ ইন্দোরের সরকারি হোলকার সায়েন্স কলেজের ১৫০-র বেশি কর্মীকে আটকে রাখার অভিযোগে ৪ ছাত্র নেতাকে সাসপেন্ড করা হয়েছে।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, কলেজের পড়ুয়ারা ৭ মার্চ 'হোলকার কা হোলি ফেস্ট' আয়োজনের পরিকল্পনা করেছিল, যেখানে ডিজে এবং রেইন ড্যান্সও থাকতো। এমনকি এই অনুষ্ঠানের জন্য এন্ট্রি ফিও ধার্য করা হয়েছিল ১৫০ টাকা।
এরপরেই হোলকার সায়েন্স কলেজের কর্তৃপক্ষ পড়ুয়াদের অনুষ্ঠানের অনুমতি সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। কিন্তু পড়ুয়ারা তা উপেক্ষা করেই পাল্টা কলেজ ক্যাম্পাসে হোলি উদযাপনের পোস্টার লাগিয়ে দেয়।এক আধিকারিক বলেন, 'পড়ুয়ারা ২৩ ফেব্রুয়ারি অধ্যক্ষের অনুমতি না নিয়েই ৭ মার্চ কলেজে হোলি উদযাপনের পোস্টার লাগিয়েছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষের নির্দেশে তক্ষণাৎ পোস্টারগুলি সরিয়ে ফেলা হয়। পোস্টার সরাতেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্ররা বিক্ষোভ শুরু করে।
অভিযোগ, ২৪ ফেব্রুয়ারি কলেজের যশবন্ত হলের গেট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। এমনকি বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল।সেই সময় প্রায় ১৫০ জন কলেজে কর্মী কলেজে বৈঠকে ব্যস্ত ছিলেন। এরমধ্যেই ছাত্রদের প্রচণ্ড চিৎকার এবং বিশৃঙ্খলার জেরে মহিলা অধ্যাপক-সহ অনেকেই প্রায় ৩০ মিনিট ধরে আটকে কলেজের মধ্যে পড়েছিলেন।কলেজের অধ্যক্ষ অনামিকা জৈন বলেন, জেলা প্রশাসনের তদন্তে চার ছাত্রকে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই কাজকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ বলে আখ্যায়িত করা হয়েছে এবং চার ছাত্র নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তাই, চার জনকেই বহিষ্কার করা হয়েছে।পাশাপাশি তাদের ট্রান্সফার সার্টিফিকেট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনও এই ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, ১৮৯১ সালে ইন্দোরের তৎকালীন হোলকার শাসকরা হোলকার সায়েন্স কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports