তাবড় তাবড় পুলিশকর্তারা ভেবেছিলেন টোপ গিলতেই জল থেকে টেনে তুলবেন মাছ। কিন্তু সেই মাছও যে এমন সেয়ানা হবে তা কে জানত। বেশ ভালো করে টোপ সাজিয়েছিলেন তাঁরা। ছিল না কোনও ফাঁকফোকর। কিন্তু শেষ মুহূর্তে ‘গভীর জলের’ ফিশ এমন খেল দেখাল যে পুরো খেলাটাই হাতছাড়া হয়ে যায়। সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এভাবেই বোকা বনেছেন পুলিশের উপরমহলের কর্তারা। ঘটনাটি ঘটে এক মাদকদ্রব্যের চোরা কারবারিকে। চক্রের মূল পান্ডাকে ধরার জন্য সবরকম আয়োজন করে ফেলেছিলেন পুলিশের কর্তারা। কিন্তু শেষ রক্ষে আর হয়নি। কীভাবে ফুরুৎ করে উড়ে গেল পাখি? এই নিয়ে বিস্তারিত বিবৃতি দিলেন পুলিশের কর্তারাই।
আরও পড়ুন: ৫ ব্যায়ামই ফ্যাটের যম, কখন কীভাবে করবেন জানেন কি
আরও পড়ুন: একমাসের মধ্যেই আরেক চিতার মৃত্যু মধ্যপ্রদেশের জাতীয় পার্কে! অপেক্ষা ময়নাতদন্তের
ক্যালিফোর্নিয়ার পুলিশরা এক সম্ভাব্য চক্রীর বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করতেই তার সঙ্গে বড়সড় ডিল করেন। ২৭ কেজি মাদকদ্রব্য বিক্রির টোপও ফেলা হয়। সেই মতো ঠিক করা হয়, দেখা করার জায়গা। নির্দিষ্ট জায়গায় পৌঁছে মাদক হস্তান্তর করতেই পুলিশের হাতে আসে মোটা টাকা। হাতেনাতে প্রমাণ পেয়ে যায় পুলিশ। এবার শুধু ধরে জেলে পোরার অপেক্ষা। কিন্তু তার আগেই গাড়িতে উঠে চম্পট দেয় মাদকচক্রের পাণ্ডা। ঠিক কী ঘটেছিল মাদক ওই চক্রীর হাতে তুলে দেওয়ার পর?
১৯ এপ্রিল এই নিয়ে বিস্তারিত প্রেস বিবৃতি দেন রিভারসাইড কাউন্টি শেরিফ। জানানো হয়, মাদক ওর তুলে দেওয়ার পরেই তৈরি ছিল গ্যাঙ টাস্ক ফোর্স। গাড়িতে স্টার্ট দেওয়ার পরেই ওর পিছনে ধাওয়া করা হয়। কিন্তু কোনওভাবে আগেই টের পেয়ে গিয়েছিল পুলিশের ফন্দি। তাই মাদক পেতেই গাড়ি নিয়ে দেদার চম্পট দেয় সে। পুলিশ নাগাল পাওয়ার আগেই দৌড়ে পগার পার হয়ে যায়। পুলিশের বিবৃতি অনুযায়ী, সে পথসুরক্ষার কোনও বিধিই মানছিল না। তাই হাত ফসকে যায় মাদকের পাণ্ডা। কিছুদূর ধাওয়া করার পর দেখা যায়, তার গাড়ি একেবারেই নাকি উধাও। কোনও চিহ্নই মেলেনি সে গাড়ির।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক