
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কোনও ওষুধই কাজ করছে না। চেনা কোনও জীবাণুর সঙ্গে ঘঠনগত মিলও নেই। বাড়ছে এমন জীবাণুর সংক্রমণ। গত কয়েক বছরের মধ্যে ২০২০ সালে সবচেয়ে বেশি শক্তি সঞ্চয় করেছে এই জীবাণুটিই।
কী এই জীবণু? বিজ্ঞানীরা একে বলছেন Drug-Resistant Bacteria। কোনও ওষুধ এই জীবাণুর বিরুদ্ধে কাজ করে না। মানে, এখনও পর্যন্ত যা যা ওষুধ মানুষ তৈরি করতে পেরেছে, সেই ওষুধের কোনওটিই এই জীবাণুর বিরুদ্ধে কার্যকর নয়।
মবলত রক্তে সংক্রমণ ঘটায় এই জীবাণু। এবং হাসপাতালে এই জীবাণুর সংক্রমণ সবচেয়ে বেশি মাত্রায় ঘটে।
হালে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট তৈরি করেছে এই জীবাণুটি নিয়ে। সেখানে বলা হয়েছে, ২০২০ সালে কোভিড সংক্রমণ যখন শুরু হল, সেই একই সময়ে এই জীবাণুটিও মারাত্মক পরিমাণে শক্তি সঞ্চয় করেছে। সব মিলিয়ে ২০টিরও বেশি দেশে এই ভয়ানক জীবাণুর প্রভাব সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া গিয়েছে।
কোন কোন কারণে এই জীবাণুর শক্তি বেড়েছে?
বিজ্ঞানীরা এ জন্য দায়ী করছেন নানা ধরনের ওষুধের ব্যবহারকেই। এর মধ্যে গোড়াতেই রয়েছে অ্যান্টিবায়োটিক। কোনও নির্দিষ্ট নিয়ম এবং ডোজ ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণেই বেড়ে গিয়েছে এই জীবাণুর শক্তি— এমনই বলছেন বিজ্ঞানীরা। আগামী দিনে এটি মানবজাতির জন্য মারাত্মক আকার ধারণ করতে পারে বলেও মনে করছেন তাঁরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports