চিনের ‘অজানা নিউমোনিয়া’ নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করল ভারত। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটা প্রেস বিবৃতি জারি করা হয়। তাতে এই রোগটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রক। একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। কোভিডকালীন তৎপরতা মাথায় রেখে রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখবে কেন্দ্র।
(আরও পড়ুন: মাসে লাখ টাকার উপর আয়! মানুষ না, এই AI মডেলের রূপ দেখেই মোহিত অনেকে)
রবিবারের বিবৃতিতে জনস্বাস্থ্যের প্রতিটি দিকেই নজর দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। হাসপাতালে বেড, চিকিৎসক, নার্স, জরুরি ওষুধ, ইনফ্লুয়েঞ্জা টিকা, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক, পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) মজুত রয়েছে কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে। এর পাশাপাশি রোগ শনাক্ত করার কিট, অক্সিজেন প্ল্যান্ট, ভেন্টিলেটরের ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে কি না তাও খতিয়ে দেখতে হবে।
গত ১২ নভেম্বর চিনের ন্যাশনাল হেলথ কমিশন একটি সাংবাদিক বৈঠক করে। সেখানেই প্রথমবার ক্রমবর্ধমান শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করা হয়। তাইওয়ানের সংবাদমাধ্যমের দাবি, বেজিং এবং লিয়াওনিংগে হাসপাতালগুলিতে অজানা নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে।
(আরও পড়ুন: অটিজম চিকিৎসায় নয়া দিশা! ওষুধের খোঁজে ফ্রান্সের ল্যাবে বাঙালি বিজ্ঞানী)