Menstrual Hygiene Day 2023: কোন ভাবনা থেকে প্রথম শুরু ঋতুস্রাব স্বচ্ছতা দিবস পালন! সত্যিটা অজানা অনেকেরই Updated: 28 May 2023, 03:08 PM IST Sanket Dhar প্রতি বছর ২৮ মে বিশ্ব জুড়ে পালন করা হয় ঋতুস্রাব স্বচ্ছতা দিবস। এই বিশেষ দিনটিতে মহিলাদের মধ্যে ঋতুস্রাব নিয়ে নানারকম সচেতনতা প্রচার করা হয়। তবে কোন ভাবনা থেকে এই দিনটি শুরু, তা অনেকেরই অজানা।