Marigold tea benefits: লিভার চাঙ্গা করে দেয় এই ফুলের চা! সকাল বিকেল চুমুক দিলেই বাড়বে হজমশক্তি Updated: 08 Nov 2023, 06:30 PM IST Sanket Dhar Marigold tea benefits: লিভারের সমস্যা এখন অনেকেরই রয়েছে। একটু ভালোমন্দ খাবার খেলে অনেকেই হজমের গোলযোগে ভোগেন। তবে একটি চায়ের উপর নিশ্চিন্তে ভরসা করতে পারেন।