Makhana Farming Tips: মাখনা চাষের জন্য আমাদের প্রথমেই প্রয়োজন কিছুটা জলাজমি। সাধারণ টবে রেখে এই ফল চাষ করা যাবে না। তবে কিছু কিছু অঞ্চলে নিচু ধানের জমিতে মাখনা চাষ করা যায়।
মাখনা চাষের জমি
সাধারণত ৪-৫ ফুট গভীর জলাশয়ে এই ফল চাষ করা হয়। তবে কিছু কিছু অঞ্চলে নিচু ধানের জমিতে ১ ফুট গভীরে মাখনা চাষ করা যায়। এর জন্য মাটি হালকা খুঁড়ে কিছুটা জল জমিয়ে নিতে হয়।
আরও পড়ুন - Lal Shak Farming: গরম বাড়িতেই টবে লাগান লাল শাক, যেমন স্বাদ, তেমনই পুষ্টিগুণ! রইল চাষের নিয়ম
চারা তৈরির পদ্ধতি
মাখনা চাষের জন্য এক একর জমিতে কমবেশি ২০০-২৫০ বর্গমিটার এলাকায় চারা তৈরি করা হয়। এর জন্য ২-৩ বার চাষ দেওয়ার নিয়ম রয়েছে। জমি তৈরি করার সময় ইউরিয়া, সুপার ফসফেট এবং পটাশ সার প্রয়োগ করতে হয়। অগ্রহায়ণ-পৌষ মাস নাগাদ বীজ বপণের নিয়ম। তবে আগে থেকে চাষ হয়ে থাকলে ঝরে পরা বীজগুলি থেকেই ফের চারা তৈরি হয়ে যায়।
আরও পড়ুন - Dragon Fruit Farming: বড্ড দামি! বাজার থেকে না কিনে ছাদেই এভাবে চাষ করুন ড্রাগন ফল, ফলন হবে দ্রুত