Kuch Kuch Hota Hai Viral: ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। তাঁর সম্মানে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই নৈশভোজেই ইন্দোনেশিয়ার ডেলিগেটরা একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। সকলকে চমকে দিয়ে তাঁরা গেয়ে ওঠেন ‘কুছ কুছ হোতা হ্যায়’। শাহরুখের ছবির এই গান গাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত সকলেই অবাক হন। পাশাপাশি আনন্দে হাততালিও দিতে দেখা যায় সকলকে। গানের ভিডিয়োটি পরে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সংবাদমাধ্যম এএনআই ভিডিয়োটি পোস্ট করে। পরে কাজলও ওই পোস্ট শেয়ার করে।
আরও পড়ুন - ২৬ জানুয়ারি হতে পারত ভারতের স্বাধীনতা দিবস! কী বলছে আন্দোলনের ইতিহাস
আরও পড়ুন - এইসব গান প্লেলিস্ট না থাকলে প্রজাতন্ত্র দিবস যেন অসম্পূর্ণ, শুনে নিন এখানেই
রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ
প্রসঙ্গত, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রতি বছরই একজন প্রধান অতিথি উপস্থিত থাকেন। ২৬ জানুয়ারি সকালের অনুষ্ঠানে তাঁকে দেখা যায় বিশেষ অতিথিদের আসনে। সাধারণত অন্য দেশের রাষ্ট্রনেতাই প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকেন। এই বছরও সেই রীতি মেনে ভারতে আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। তিন দিনের জন্য ভারত সফরে এসেছেন প্রাবোয়ো। তাঁর জন্যই আয়োজন করা হয়েছিল রাষ্ট্রপতির বিশেষ নৈশভোজ। উপস্থিত ছিলেন তাবড় তাবড় ব্যক্তিবর্গ। নভিশ হিন্দি উচ্চারণে তাদেরই মন মাতিয়ে দিলেন সঙ্গীতানুষ্ঠানের আয়োজকরা।
আরও পড়ুন - প্রজাতন্ত্র দিবসের জন্য কেন ২৬ জানুয়ারি তারিখই বেছে নেওয়া হল? কারা ছিলেন নেপথ্যে
আরও পড়ুন - স্বাধীনতা ১৯৪৭ সালের ১৫ আগস্ট হলেও প্রজাতন্ত্র দিবস কেন শুরু হয় ৩ বছর পর?