International Mother's Day: কেন মাতৃদিবস বন্ধ করতে বলেন দিনটির প্রতিষ্ঠাতা আনা জারভিস? ফিরে দেখা ইতিহাস Updated: 13 May 2023, 02:30 PM IST Sanket Dhar আধুনিক কালের আন্তর্জাতিক মাতৃদিবসের সূচনাকার হিসেবে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন আনা জারভিস। কিন্তু তিনিই একবার এই দিনটি পালন করা বন্ধ করতে বলেন। কেন এমন কথা বলেছিলেন তিনি?