পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > স্মার্টফোনের চার্জ জলদি ফুরিয়ে যচ্ছে? দেখুন কীভাবে ফোনের ব্যাটারি ভালো রাখবেন
মোবাইল ছাড়া বর্তমানে এক মুহূর্ত ভাবতে পারি না আমরা! শুধু কথা বলা নয়, ছবি তোলা, ইন্টারনেট ঘেঁটে প্রয়োজনীয় জিনিস বের করে আনা থেকে শুরু করে নানা কাজের মাধ্যম এখন মোবাইল। আর তাই রাস্তাঘাটে হুট করে চার্জ ফুরিয়ে গেলে সমস্যা তো হবেই। তবে, ফোনের ব্যাটারির সঠিক দেখভাল করলে এই সমস্যা খুব একটা হবে না আপনার! ব্যাটারি হয়ে উঠবে দীর্ঘজীবী। চলুন দেখে নেই ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে কী করবেন--
- ফোনের চার্জ কমে ৫ বা ১০ শতাংশ হলেই চার্জে বসান। অনেকেই ২০ থেকে ২৫ শতাংশ চার্জ থাকার সময়তেই চার্জে বসিয়ে দেন ফোন। এটা করা একেবারেই ঠিক নয়!
- ফোনের সাথে দেওয়া চার্জার ব্যবহার করেই চার্জ দেবেন।
- একসাথে অনেকগুলো অ্যাপস ফোনে ব্যবহার করবেন না। বরং, যেগুলো কাজে আসছে না সেগুলো বন্ধ করে রাখুন। এতে ব্যাটারির ওপর কম চাপ পড়বে।
- লাইভ ওয়ালপেপার ও স্ক্রিনসেভারও কিন্তু মোবাইলের চার্জ নষ্ট করে।
- ফোনের ব্রাইটনেস রাখুন অটো মোডে। এতে দরকার অনুযায়ী ব্রাইটনেস বাড়বে-কমবে। আপনার চোখও ভালো থাকবে আর ভালো থাকবে ব্যাটারিও।
- প্রয়োজন না থাকলে ডেটা বা ওয়াইফাই বন্ধ রাখতে পারেন। জিপিএস, ব্লুটুথের ক্ষেত্রেও এই নিয়ম প্রজোয্য।
- খুব বেশি প্রয়োজন না হলে মোবাইল ভাইব্রেশন মোডে রাখবেন না। মোবাইল ভাইব্রেশন মোডে রাখার কারণে দ্রুত চার্জ ফুরিয়ে যায়।