নতুন জেনারেশন মানেই সবকিছু অনলাইনে। নয়া প্রজন্ম অনলাইনে শপিংয়েই বেশি স্বচ্ছন্দ। তবে, এত আধুনিকিকরণের সঙ্গেও কিন্তু পুরনো ঐতিহ্য, সম্পর্কগুলি ওতপ্রোতভাবে জড়িয়ে। আর সে কথা মাথায় রেখেই ভাইফোঁটা উপলক্ষে নয়া কালেকশন আনল ফ্যাশন ই-কমার্স ওয়েবসাইটে Zip Memories । একেবারে নয়া প্রজন্মের পছন্দের কথা মাথায় রেখে নয়া টি-শার্ট ডিজাইনের সম্ভার আনল জিপ মেমোরিজ।
Zip Memories-এ মূলে এক বাঙালি মহিলা উদ্যোক্তা। সংস্থার কর্ণধার মিতা দাস জানালেন, ''টি-শার্ট এখন শুধু পোশাকই নয়, এটি একটি স্টাইল স্টেটমেন্ট। ভাইফোঁটার সময়ে অনেকেই দিদি বা ভাইদের জন্য উপহার হিসাবে পোশাক কিনে থাকেন। কিন্তু ঠিক কেমন কিনলে দিদি বা ভাইয়ের পছন্দ হবে, তাই নিয়ে বিভ্রান্তি হয়। সেখান থেকেই তাঁদের জন্য, ভাইফোঁটা স্পেশাল হিসাবে এই অভিনব টি-শার্ট ডিজাইনের ভাবনা।'
ভাইফোঁটাকে মাথায় রেখে নানা ধরণের টি-শার্টের কালেকশান এনেছে জিপ মেমোরিজ। আপনাদের ভাই-বোনে কি সবসময়ে খুনসুঁটির সম্পর্ক? সেক্ষেত্রে 'সাপে-নেউলে'র মতো মজার লাইন লেখা জামা বেছে নিতেই পারেন। আবার ভারি মিষ্টি কার্টুন আঁকা টি-শার্টও পাবেন। তাতে অপু-দুর্গার মতো আইকনিক বাঙালি চরিত্রের কার্টুন পাবেন।
_1666017755042.jpg)
আবার 'সোশ্যাল মিডিয়ার পোকা' এমন ভাইবোনদের জন্যও ফেসবুকের টাইমলাইনের আকারে এক অভিনব ডিজাইন এনেছে জিপ মেমোরিজ। সেখানে আপনার পছন্দ মতো লেখা কাস্টমাইজ করার অপশনও রয়েছে। ইচ্ছা করলে ভাই-বোনের মুখের ছবি বসানো ডিজাইনও বেছে নিতে পারেন। আসলে এটাই জিপ মেমোরিজের প্রধান ইউএসপি। কিউ-আর কোড থেকে শুরু করে কাস্টম ডিজাইন, সবই পাবেন তাদের ঝুলিতে।
রঙের সংখ্যাও নেহাত্ কম নয়। ব্ল্যাক লাভার্সদের জন্য কালো তো আছেই, এছাড়াও সাদা, উজ্জ্বল হলুদ, নীলের মতো রঙও পাবেন।
কিন্তু দাম?
দাম নিয়ে চিন্তার কোনও কারণ নেই। এই স্পেশাল সেলে দাম শুরু হচ্ছে মাত্র ৩৯০ টাকা থেকে। সবই মোটামুটি ৬০০ টাকার মধ্যেই। ফলে বাজেটের মধ্যেই ভাল কাপড়, অভিনব ডিজাইন ডেলিভারি, সবই পাবেন।
তাই জিপ মেমোরিজের অফিসিয়াল ওয়েবসাইট(লিঙ্ক) থেকেই ডেলিভারি করতে পারবেন ভাইফোঁটা স্পেশাল সিরিজের এই টি-শার্ট।