কেন পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা? কোন তিন ঘটনা যুক্ত এই তিথির সঙ্গে Updated: 12 May 2025, 06:02 PM IST Sanket Dhar এই দিনে বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহানির্বাণ - এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। তাই দিনটিকে বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মরণে পালন করা হয়।