ভারত-পাক অশান্তির আবহে একের পর এক ভুয়ো খবর ছড়াচ্ছে। ভুয়ো ভিডিয়ো দেখে ভুয়ো দাবিও করা হচ্ছে। পাকিস্তানের বিভিন্ন নেটিজেনদের তরফে অহরহ এমন ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই এক দাবি ভাইরাল নেটদুনিয়ায়। ফাওয়াদ উর রহমান নামের এক নেটিজেন দাবি করেন, বেঙ্গালুরু বন্দর ধ্বংস করে দিয়েছে পাক নৌসেনা। কোনও এক পোস্টের নিচে এই কমেন্ট করলেও সেটি বর্তমানে ভাইরাল। কমেন্টের দাবি দেখে রীতিমতো হেসে কুপোকাত অন্য নেটিজেনরা।
আরও পড়ুন - প্রচণ্ড গরমেও আরাম পাবেন ভীষণ! রইল সামার স্পেশাল সেরা ব্লাউজের কালেকশন
কী লিখলেন অরুণ বোথরা?
এই কমেন্ট দেখে রিপ্লাই করেন প্রবীণ আইপিএস অফিসার অরুণ বোথরা। তিনি বলেন, বেঙ্গালুরুতে শুধুমাত্র ইউএসবি পোর্ট রয়েছে (প্রসঙ্গত, ইউএসবি পোর্ট মোবাইলের চার্জারের সঙ্গে জুড়ে থাকা লাইনটিকে বলা হয়)। এই পোর্টটি দিয়ে মোবাইলের সঙ্গে কম্পিউটারও কানেক্ট করা যায়। আদতে বেঙ্গালুরু একটি টেক সিটি। তথ্যপ্রযুক্তির শহর বলে সেখানে মোবাইল ও কম্পিউটারই আসল। স্বাভাবিকভাবে অরুণ বোথরার এই কমেন্ট সেই দিককেই ইঙ্গিত করে। ওই কমেন্টের পাশাপাশি বর্তমানে অরুণের রিপ্লাইও ভাইরাল নেটপাড়ায়।
আরও পড়ুন - পেটের ব্যথায় রাতের ঘুম উড়েছিল তরুণীর, ডাক্তার বললেন ‘কিসিং ওভারিস’, কী এই রোগ?
বেঙ্গালুরুর ভৌগোলিক অবস্থান
বেঙ্গালুরুর ভৌগোলিক অবস্থান কোনও সমুদ্র তীরে নয়। নিকটবর্তী সমুদ্রসৈকত থেকে এটি প্রায় ৩০০ কিলোমিটার ভিতরে অবস্থিত। ফলে বেঙ্গালুরুতে কোনও বন্দর থাকার কথাই নয়। সেখানে ওই ব্যক্তির দাবি, পাকিস্তানের নৌসেনা নাকি বন্দর ধ্বংস করে দিয়েছে। প্রসঙ্গত, এহেন মন্তব্যের জন্য চরম ট্রোলের শিকার হতে হয় ব্যক্তিটিকে।
যেকোনও ভিডিয়ো সত্যি কি না বুঝবেন কীভাবে
প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি-র অফিসিয়াল টুইটার পেজে নিয়মিত এই সংক্রান্ত আপডেট দেওয়া হচ্ছে। কোনও ভিডিয়ো ভুয়ো সেই সম্পর্কে প্রতিদিনও বেশ কিছু আপডেট দিয়ে থাকে তাদের এক্স হ্যান্ডেল। তাই ওই প্রোফাইলে গেলেই জেনে নিতে পারবেন কোন ভিডিয়ো আসল ও কোনটি ভুয়ো।