
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি সপ্তাহের শেষেই ইদ উল ফিতর। বা খুশির ইদ। তার ক’দিন আগেই দারুণ এক সুখবর এবং সুন্দর এক দৃশ্য এল ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের কাছে। এবং সেটি এল মহাকাশ থেকে।
সংযুক্ত আরব আমিরশাহি নভ্যোশ্চর সুলতান আলনিয়াদি মহাকাশ থেকে এমন ছবি পাঠালেন, যা চমকে দিয়েছে সারা পৃথিবীর মানুষকে। পবিত্র মক্কা ও মদিনা নগরের এমন অপূর্ব রূপ এর আগে কেউ ধরতে পারেননি। কী দেখা গিয়েছে সেই ভিডিয়োয়? রমজানের রাতে উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করছে এই দুই নগরী। গত মার্চ থেকে মহাকাশে রয়েছেন আলনিয়াদি। সেখান থেকে পৃথিবীর নানা জায়গায় ভিডিয়ো এবং ও ছবি তুলে পাঠাচ্ছেন তিনি। তার মধ্যে এই ভিডিয়োটি আলাদা করে বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রমজান মাসে।
সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে রাতের আকাশ থেকে দেখা মক্কা ও মদিনার ভিডিয়ো পোস্ট করেছেন এই নভ্যোশ্চর। ভিডিয়োতে সৌদির তিন শহর মক্কা, মদিনা এবং রিয়াদ দেখা যাচ্ছে।
মদিনা শহরের দিকে ক্যামেরা জুম করে আলনিয়াদি বলেন, ‘মদিনা,হজরত মোহাম্মদ এই শহরে তাঁর প্রিয় মানুষদের নিয়ে হিজরত করেছিলেন।’ শক্তিশালী ক্যামেরায় দিয়ে তোলা ভিডিয়োয় মদিনা শহরের বাড়িঘরের আলো এবং কয়েকটি সড়কও দেখা যাচ্ছিল। এর পরে তিনি জেড্ডা শহরও দেখান।
মহাকাশ থেকে তোলা মক্কার ছবি
এরপর আলনিয়াদি তাঁর ক্যামেরা মক্কার দিকে ঘোরান। মক্কার বন্দনা করে তিনি বলেন,‘পবিত্র নগরী মক্কা।’ মক্কার কথা বলতে বলতে ক্যামেরাটি তিনি ঠিক কাবা শরিফের উপর ধরেন। মহাকাশ থেকেও পবিত্র কাবা চত্বর খুবই উজ্জ্বল দেখায়। ভিডিয়োটির শেষে তিনি বলেন, ‘অসাধারণ দৃশ্য। শহরগুলো তারার মতো জ্বলজ্বল করছে। আমার জীবনে দেখা অন্যতম সুন্দর দৃশ্য এটি। মক্কা,মদিনাকে স্যালুট জানাচ্ছি।’
তাঁর এই ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছেন, রমজান মাসে সহাকাশ থেকে পাঠানো আলনিয়াদির এই উপহার সব ধর্মপ্রাণ মুসলমানের কাছে অত্যন্ত দামি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
6.88% Weekly Cashback on 2025 IPL Sports