Shubho Naboborsho 1432: বাংলা নববর্ষ মানেই নতুন আশা আকাঙ্খা নিয়ে আরেকটা নতুন বছরে পা ফেলা। নতুনভাবে পথ চলার শুরু। আগামী দিনের জন্য নতুনভাবে মনে স্বপ্ন বাঁধা। তাই বছরের শুরুটা সুন্দরভাবে সবকিছুই যেন ভালো লাগে। মনের মধ্যে আশার সঞ্চার হয়। বাংলা নববর্ষে তাই পরিচিত ও কাছের মানুষদের জানান দিনটির শুভেচ্ছা। আপনার একটি শুভেচ্ছাই অন্যদের মন ভালো করে দিতে পারে। নতুন বছরের শুরুটাও হয়ে উঠবে সুন্দর। বাংলা নববর্ষের শুরুতে পয়লা বৈশাখের দিন কী কী মেসেজ পাঠানো যায় ভাবছেন? আপনার জন্যই হদিস রইল সেরা কিছু মেসেজের। বেছে নিতে পারেন এখান থেকেই।
বাংলা নববর্ষের সেরা ১০ শুভেচ্ছাবার্তা
১. নতুন বছর মানেই একরাশ আশায় বুক বাঁধা নতুন করে। আগামী দিন যেন ভালো কাটে, সন্তান সন্ততিরা যেন ভালো থাকে। তোমার পরিবার নতুন বছরে খুব ভালো থাক, এটাই কামনা করি। শুভ নববর্ষ ১৪৩২।
২. গোটা বছর তোমার ভালো কাটুক। লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলো। কোনও কিছুই যেন বাধা না হয়ে দাঁড়ায়। শুভ নববর্ষ ১৪৩২।
৩. বিপদে মানুষের পাশে থাকবে, মানুষের প্রতি সমব্যথী হবে, এটাই আশা রাখি এই নতুন বছরে। ভালো থেকো, ভালো রেখো সকলকে। শুভ নববর্ষ ১৪৩২।
৪. পুরনো বছর যাওয়ার সঙ্গে সঙ্গে সব বিপদ দুর্যোগ কেটে যাক। নববর্ষ নতুনের মতোই সুন্দর হোক। শুভ নববর্ষ ১৪৩২।
৫. বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য। বাঙালি মনের গহীনে দাগ কাটে এই সংস্কৃতি। আজ বছরকার দিনে সবাই মিলে আনন্দ করো, ভালো থাকো। সারা বছর এমনই কাটবে, এই আশা রাখি। শুভ নববর্ষ ১৪৩২।
৬. নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন আকাঙ্খা। একে একে যেন সব সফল হয়, এই কামনা করি। শুভ নববর্ষ ১৪৩২।
৭. ভালোবাসার মধ্যে দিয়ে শুরু হোক নতুন বছর। আরও সুন্দর হোক আগামীর পথ চলা। শুভ নববর্ষ ১৪৩২।
৮. নববর্ষে ছোটদের ভালোবাসা জানিও, বড়দের আমাদের প্রণাম জানিও। ভালোবাসা জেনো তোমরা। শুভ নববর্ষ ১৪৩২।
৯. নতুন বছরে সবার সব দুঃখকষ্ট ভগবান দূর করুক, এটাই আমার প্রার্থনা। সবাই হাসিমুখে ভালো থাক, এটাই চাই। শুভ নববর্ষ ১৪৩২।
১০. নববর্ষ জীবনের আগামী দিনগুলো আলোকিত করুক, সবাইকে ভালো রাখুক। এটাই প্রার্থনা করব ঈশ্বরের কাছে। শুভ নববর্ষ ১৪৩২।