বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Naboborsho 1432: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ…, কীভাবে এল বাংলা মাসগুলির নাম? কে করেছিলেন নামকরণ
পরবর্তী খবর
Bangla Naboborsho 1432: পয়লা বৈশাখ মানেই বাঙালিয়ানার উদযাপন। আর এই পয়লা বৈশাখের দিনেই শুরু হয় নতুন বাংলা বছর। ইংরেজি মাসের মতোই বাংলা মাসের সংখ্যা ১২টি। কিন্তু এই মাসগুলির নাম কীভাবে এল, তা অনেকেরই অজানা।
বাংলা সনের শুরু কীভাবে
প্রথমে বলা যাক বাংলা সনের শুরু কীভাবে। ঐতিহাসিকদের মতে, আকবরের আমলে বঙ্গদেশে খাজনা দেওয়ার ব্যাপারে বিবিধ সমস্যা দেখা দিচ্ছিল। ফসল তোলার আগেই চলে আসত সম্রাটকে খাজনা দেওয়ার দিন। কারণ আকবরের সময় হিজরি দিনপঞ্জি মেনে মাসের হিসেব করা হত। এই সমস্যা দূর করার জন্য মুঘল সম্রাট একটি নতুন ক্যালেন্ডারের প্রবর্তন করেন। ‘তারিখ-ই-ইলাহি’ নামের ওই নয়া ক্যালেন্ডারটি তৈরি হয়েছিল হিন্দু ও ইসলামিক ক্যালেন্ডারের মিশ্র মতে। যে কারণে মাসের নাম কিন্তু বাংলা বা সংস্কৃতে ছিল না। আর্বাদিন, কার্দিন, বিসুয়া, তীর ইত্যাদি নামে পরিচিত ছিল মাসগুলি। এর পরেই ধীরে ধীরে আকবরের শাসনকাল চলে যাওয়ার পর বাংলা নামের মাস প্রচলিত হতে শুরু করে।আরও পড়ুন - কোথাও গুড় চাওয়াল, কোথাও বা তিল পিঠে, নববর্ষে দেশের কোথায় কী খাওয়ার রীতি জানেন
বাংলা মাসের নাম
ঠিক কোন সময়ে বাংলা মাসের নাম ব্যাপকভাবে প্রচলিত হল তা এখন আর জানা যায় না। জানা যায় না কে করেছিলেন নামকরণ। তবে কোথা থেকে বাংলা মাসের নামগুলি এসেছে সে সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়ে থাকেন পণ্ডিতেরা। প্রথমে জেনে নেওয়া যাক সবকটি বাংলা মাসের নাম। মোট বারোটি মাসের নাম হল - বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র।আরও পড়ুন - পয়লা বৈশাখেই কেন হালখাতা করার রীতি? কেনই বা খাতাটি মোড়া থাকে লাল শালুতে