রশ্মিকা, আলিয়া, অমিতাভের পর নরেন্দ্র মোদী, রতন টাটাও ছাড় পাননি। এআই-এর কারসাজি এবার কাবু করল আমুল সংস্থাকেও। সম্প্রতি দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনকারী সংস্থা আমুলকে নিয়ে একটি পণ্যের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওই মিমে দেখা যায়, একটি চিজের প্যাকেটের গায়ে আমুল লেখা। অর্থাৎ সেটি আমুল ব্র্যান্ডের চিজ। তার নিচে লেখা শরম কথাটি। অর্থাৎ সেটি চিজের নাম। এই পোস্টটি দেখে প্রাথমিকভাবে বিভ্রান্ত হন ক্রেতারা। আমুল সংস্থা চিজ প্রোডাক্ট লঞ্চ করেছে কি না তার খোঁজ শুরু হয়ে যায়।
(আরও পড়ুন: Bizarre Rituals: বিয়ের আগে সঙ্গম করতে হবেই! মাঙ্গিয়ান পুরুষদের মানতে হয় অদ্ভুত রীতি)
আমুল (Amul) কী বলছে?
এই ঘটনা চোখে পড়তেই দ্রুত একটি বিবৃতি জারি করে আমুল (Amul) সংস্থা। তাতে লেখা হয়, তারা সম্প্রতি কোনও চিজ প্রোডাক্ট লঞ্চ করেনি। পাশাপাশি জানানো হয়, সোশ্যালে শরম নামে যে চিজের (Amul Sharam Cheese) বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে, তা তাদের সংস্থার নয়। বরং সেটি এআই-এর মাধ্যমে তৈরি ফেক ছবি (Amul AI Fake cheese product)। শরমের সঙ্গে আমূলের কোনও যোগ নেই।
(আরও পড়ুন: Train live location on Google: গুগলই বলে দেবে ট্রেন কোথায় আছে! একগুচ্ছ সুবিধা পাবেন ২০২৪ সালের নয়া আপডেটে)