যে সময়ে দাঁড়িয়ে একটার পর একটা সিরিয়াল আসছে আর যাচ্ছে। টিআরপির খেলায় হেরে যখন মাত্র ২-৩ মাসেই একাধিক সিরিয়াল পাততাড়ি গোটাতে বাধ্য হচ্ছে সেখানে দাঁড়িয়ে প্রায় আড়াই বছর ধরে দর্শকদের মনে রাজ করল ‘মিঠাই’। জি বাংলার এই মেগা সিরিয়াল তো একটা সময় টানা সেরা ১০ -এর মধ্যে থেকেছে, শুধু তাই নয়, কখনও টপ পজিশন তো কখনও একেবারে উপরের দিকেই থেকেছে টিআরপি তালিকায়। যদিও একটা সময় তো সব কিছুকেই থামতে হয় সময়ের নিয়ম মেনে। বন্ধ করতে হয় পথচলা। তেমন ভাবেই শেষ হচ্ছে মিঠাই। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং শেষ। ভক্তদের বেজায় মন খারাপ।
গত ২০২১ -এর ৪ জানুয়ারি থেকে পথ চলা শুরু হয় মিঠাইয়ের। নাম ভূমিকায় ছিলেন সৌমিতৃষা কুণ্ডু। তাঁর বিপরীতে দেখা যায় আদৃত রায়কে। তাঁদের এই সিধাই জুটি ভক্তদের ততটাই পছন্দের ছিল যতটা মনোহরা পরিবার। সম্প্রতি জি বাংলার তরফে তাদের ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করা হয় সেখানে এই সিরিয়ালের অভিনেতাদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
‘মিঠাই’ ধারাবাহিকের স্ক্রিপ্টের শেষ পাতায় ফুটে ওঠে মুঠোফোনের পর্দায়। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা 'এন্ড অব মিঠাই।' সৌমিতৃষার চোখে জল দেখা যায়। বাদ যান না আদৃত থেকে দিয়া মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা সাহা কেউই। দীর্ঘদিনের পথ চলা, বন্ধুত্ব, সম্পর্ক ফেলে আসতে গিয়ে উদয় প্রতাপ থেকে ধ্রুবজ্যোতি সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী সকলের চোখের কোণায় জল চিকচিক করতে দেখ যায়।
শেষবার ‘মিঠাই’য়ের সেটে অভিনেতারা ভক্তদের দাবি মেনে সেলফি তোলেন। তাঁদের সঙ্গে সময় কাটান। গোটা মনোহরা পরিবারের একটা মিষ্টি বন্ডিং ধরা পড়ে এখানে। এই ভিডিয়ো পোস্ট করে জির তরফে লেখা হয় 'সুখে-দুখে মিষ্টি মুখে"-র রেশ থাকুক আজীবন… মিঠাই।'
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। দর্শকদের মন কেমনের খবর এখানে উঠে এসেছে। এক ব্যক্তি লেখেন, 'মিঠাই ২ চাইলেও প্লিজ গল্প লিপ নিয়ে বানাবেন না। একই কাস্ট নিয়ে একদম ফ্রেশ গল্প নিয়ে আসবেন প্লিজ।' আরেকজনেরও প্রায় একই বক্তব্য তিনি লেখেন, 'ভিডিওটা দেখে আর ধরে রাখতে পারছি না নিজেকে৷ শেষ অনুরোধ জি বাংলাকে, সম্ভব হলে মিঠাই ২ আসুক'। অন্য এক নেটনাগরিকের মতে, 'মিঠাইয়ের রেশ রয়ে যাবেই। মিঠাই ২-এর মাধ্যমে আবার সবার ফেরার অপেক্ষায় রইলাম৷'
প্রসঙ্গত মিঠাই শেষ হতে না হতেই সুখবর দিয়েছেন সৌমিতৃষা। তিনি বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তাও দেবের বিপরীতে। অভিজিৎ সেনের আগামী ছবি ‘প্রধান’-এ দেখা যাবে তাঁকে।