কিংবদন্তি তবলাবাদক তিনি। ওস্তাদ জাকির হুসেন, এই নামেই তাঁকে ভূ-ভারত চেনে। তবলাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন এই শিল্পী। একসময় তবলাবাদকদের গুরুত্ব শুধুমাত্র গানের সঙ্গে সঙ্গতের জন্যই ছিল। শুধুমাত্র গানের সঙ্গে সঙ্গতের জন্যই তবলচিদের ডাক পড়ত। তবে সেই ধারণাকে ভেঙে তবলার মতো বাদ্যযন্ত্রকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যিনি, তিনি হলেন জাকির হুসেন।
সেই একমাথা ঝাঁকড়া চুল, পরনে পাজামা-পাঞ্জাবি, আর তবলার ঝঙ্কার, জাকির হুসেন বলতে এই ছবিটাই বেশিরভাগ মানুষের মনে পড়ে। মনে পড়ে আরও একটা দৃশ্য তাজমহলের সামনে বসে তাঁর সেই তবলা বাজানো আর চায়ের কাপে চুমুক দিয়ে বলে ওঠা 'বাহ তাজ'…। হ্যাঁ, ঠিকই ধরেছেন ‘তাজমহল’ চায়ের সেই বিখ্যাত বিজ্ঞাপনের কথাই বলছিলাম। রবিবার তাঁর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে পুরনো সেই জনপ্রিয় বিজ্ঞাপনটি। আরও একবার সেই বিজ্ঞাপনের হাত ধরেই পুরনো দিনের নস্টালজিয়ায় ভেসেছেন তাঁর অনুরাগীরা।
অনেকের কাছেই এই কিংবদন্তি শিল্পীর প্রথম স্মৃতি তাঁর কনসার্ট নয় বরং ১৯৯০ এর দশকের ব্রুক বন্ড তাজমহল চায়ের টেলিভিশন বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি শুধু বিপণনের জন্য নয়, সেই গোটা প্রজন্মের শেয়ার করা স্মৃতির একটা অংশ। যেখানে ওস্তাদ জাকির হুসেনকে বলতে শোনা গিয়েছিল, ‘ওয়া ওস্তাদ নয়, বাহ তাজ বলিয়ে’। X হ্যান্ডেলে এক ব্যক্তিকে বিজ্ঞাপনটি শেয়ার করে একজন লিখেছেন, ওস্তাদ জাকির হুসেনের প্রয়াণে ভারতের হৃৎপিণ্ডের স্পন্দন আজ একটু ধীর হয়ে গিয়েছে। আমাদের অনেকের কাছেই আমাদের শৈশব থেকে একটি লালিত স্মৃতি হল ‘আরে হুজুর, বাহ তাজ বলিয়ে!’ যেটি তার সঙ্গীতের সুরের ঝঙ্কারের থেকেও বেশি ছিল। এটা তাঁর আত্মার একটি অভিব্যক্তি, বিশ্বের কাছে একটা উপহার ছিল. আমরা আপনাকে মিস করব #জাকিরহুসেন জি। আপনি শান্তিতে বিশ্রাম নিন।'
আরও পড়ুন-ছেলে-মেয়েকে নিয়ে বাপের বাড়িতে, বর্ধমানের বাড়িতে কাটানো নানান মুহূর্ত পোস্ট করলেন শুভশ্রী
আরও পড়ুন-‘বাড়ি থেকে পালাতে চেয়েছিলাম, জিন্স পরতে চেয়েছিলাম…’, সেদিন অকপটে বলেন জাকির হুসেন