শুরু হতে চলেছে ICC-ওয়ার্ল্ড কাপ ২০২৩। ৫ অক্টোবর থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে বিরাট কোহলির কাছে গিয়েছে অনুরাগীদের অসংখ্য অনুরোধ। আর সবটাই বিশ্বকাপ দেখার টিকিট চেয়ে। এবার তারই জবাব দিয়েছেন বিরাট। লিখেছেন, ‘টিকিট না চেয়ে বাড়িতে আরাম থেকে টুর্নামেন্ট দেখুন।’
বিরাট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা পোস্টে লিখেছেন, ‘যেহেতু আমরা বিশ্বকাপের কাছাকাছি চলে আসছি, আমি বিনীতভাবে আমার সমস্ত বন্ধুদের অনুরোধ জানাতে চাই যে টুর্নামেন্টের দেখার জন্য আমাকে টিকিটের জন্য অনুরোধ করবেন না। এর থেকে নিজেদের বাড়িতে বসে আরাম করে টুর্নামেন্ট উপভোগ করুন।’ এদিকে আবার বিরাট কোহলির এই ইনস্টাগ্রাম পোস্ট পুনরায় টুইট করে টুইটারে মজা করে একটি পোস্ট করেছেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। অনুষ্কা লিখেছেন, ‘ এখানে আমারও কিছু বক্তব্য আছে। আপনাদের অনুরোধের উত্তর না পেলে সাহায্য করার জন্য আমাকেও অনুরোধ করবেন না প্লিজ। বোঝার জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন-শাহিদ তখন মাত্র ৬, ২য় বিয়ে করেন বাবা, সৎ ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুপ্রিয়া
আরও পড়ুন-‘অভিতাভ অভিনীত বিজ্ঞাপনে মিথ্যে কথা বলা হচ্ছে’, দাবিতে অনলাইন সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানাল CAIT
আরও পড়ুন-Exclusive Prosenjit: 'ইন্ডাস্ট্রি নই, আমি এখনও জ্যেষ্ঠপুত্র', বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়