মুর্শিদাবাদে গন্ডগোল পাকাচ্ছে বিধর্মী নেতারা একথা বলার কয়েক ঘণ্টার মধ্যে বহরমপুরে ইমামদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এদিন বহরমপুর সার্কিট হাউজে ইমাম সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। একই সঙ্গে তাঁদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে হিংসা ছড়ায়। বিজেপির অভিযোগ, বেছে বেছে আক্রমণ হয়েছে হিন্দুদের বাড়ি ও দোকানে। বাড়ি থেকে টেনে বার করে বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করেছে দাঙ্গাকারীরা। তার পর সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুর্শিদাবাদে গন্ডগোল পাকাচ্ছে বিধর্মী নেতারা।
এর কিছুক্ষণ পরই বহরমপুর সার্কিট হাউজে ইমাম সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে হাজির ছিলেন জেলার ইমাম সংগঠনের বেশ কয়েকজন নেতা। তাদের সামনে মমতা বলেন, জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় আরও তৎপর হতে হবে ইমামদের। আরও দায়িত্বশীল হতে হবে তাঁদের। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া জেলার বিভিন্ন সমস্যা নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ইমামরা।
সোমবার ২ দিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বহরমপুরে পৌঁছে তিনি বলেন, দুজন তিনজন বিধর্মী নেতা এখানে গন্ডগোল পাকাচ্ছে। খুব দ্রুত তার তথ্যপ্রমাণ সংবাদ মাধ্যমের সামনে আনবেন বলে জানান মমতা।