বাংলা নিউজ > বায়োস্কোপ > টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, এবার অনুষ্কাকে নিয়ে বৃন্দাবনে বিরাট
১২ মে সকলকে চমকে দিয়েই টেস্ট ক্রিকেট বিদায় নিয়েছেন বিরাট কোহলি। আর তারপরই স্ত্রী অনুষ্কাকে নিয়ে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল কিং কোহলিকে। তখনই অনেকে প্রশ্ন করেছিলেন, স্ত্রীকে নিয়ে কোথায় উড়ে গেলে বিরাট? আর ১৩ নভেম্বর ANI-তে উঠে আসা ভিডিয়ো বলছে, বিরাট-অনুষ্কা এই মুহূর্তে রয়েছেন বৃন্দাবনে।
ANI-তে যে ভিডিয়োটি দেখা যাচ্ছে, একটি বিলাসবহুল গাড়ি বৃন্দাবন মন্দির চত্ত্বরে ঢুকছে। আর সেই গাড়ির কাচের বাইরে থেকেই দেখা যায়, বিরুষ্কা ভিতরে পাশাপাশি বসে রয়েছেন। অনুষ্কার মুখ ছিল মাস্কে ঢাকা। আর অপরপ্রান্তে বসে ছিলেন বিরাট কোহলি। গাড়িটি সোজা মন্দির চত্ত্বরে ঢুকে যায়। মন্দির চত্ত্বরে তখন লোকজনের তৎপরতা দেখা যায়।
আরও পড়ুন-বিরাট থাকলে মনে হত এই টেস্টটা জিতবই! কোহলির বিদায়ে মন খারাপ টলিপাড়ার