সদ্যই মা হয়েছেন অনুষ্কা শর্মা ও করিনা কাপুর খান। প্রায় চল্লিশ ছুঁইছুঁই প্রিয়াঙ্কাও দু-বছর ধরে সংসার করছেন। কবে গুড নিউজ দিচ্ছেন প্রিয়াঙ্কা-নিক? সেই অপেক্ষাতেই অনুরাগীরা।
প্রিয়াঙ্কা সাম্প্রতিক কিছু ছবি দেখে গুঞ্জন রটে যায়, খুব সম্ভবত প্রিয়াঙ্কা চোপড়া অন্তঃসত্ত্বা। বেশ কিছুটা ওজন বেড়েছে নায়িকার। যা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরের আগুনে ঘি ঢালে। প্রিয়াঙ্কা আপতত লন্ডনে রয়েছেন, অভিনেত্রীর নিজের বেবি বাম্প লুকানোর চেষ্টা করছেন তেমনটাও দাবি করা হয়।
আপতত নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনী আনফিনসড-এর সাফল্য চুটিয়ে উপভোগ করছেন প্রিয়াঙ্কা। আসন্ন ছবি সিটাডেল-এর শ্যুটিংও সদ্য শেষ করেছেন দেশি গার্ল। পরিবার পরিকল্পনা করবার আগে হাতে থাকা কাজ শেষ করতে হবে, একথা অজানা নয় অভিনেত্রীর।
প্রিয়াঙ্কার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ফিট ছবির আপডেট দিয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি নিজের প্রিয় সারমেয়কে নিয়ে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা গেল প্রিয়াঙঅকাকে। এবং নিজের চারপেয়ে সন্তানের সঙ্গে প্রিয়াঙ্কার এই ছবি প্রমাণ করে দিল এখনই অন্তঃসত্ত্বা নন অভিনেত্রী।

পুরোনো এক সাক্ষাত্কারে প্রিয়াঙ্কা মজার ছলে বলেছেন একটা গোটা ক্রিকেট টিম বানানোর অর্থাত্ ১১ জন সন্তানের জননী হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর, তবে পরে সেই বক্তব্য নিয়ে সাফাইও দেন তিনি।
গত ২২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। শীঘ্রই স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স ও আমাজন প্রাইমে একাধিক নতুন প্রোজেক্ট রয়েছে অভিনেত্রীর। রুশো ব্রাদার্সের ছবিতে কাজ করছেন প্রিয়াঙ্কা, ম্যাট্রিক্স ফোরেও দেখা মিলবে তাঁর. শেষ করেছেন ‘টেক্সট ফর ইউ’ ছবির শ্যুটিং- সব মিলিয়ে ভীষণ ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া।