1 মিনিটে পড়ুন Updated: 29 Nov 2023, 03:19 PM ISTSubhasmita Kanji
12th Fail Box Office Collection: টুকটুক করে বক্স অফিসে ৫০ কোটি আয় করে ফেলল টুয়েলভথ ফেল ছবিটি।
বক্স অফিসে ৫০ কোটি পার বিক্রান্তের টুয়েলভথ ফেলের
মুক্তির প্রায় এক মাসের মাথায় হাফ সেঞ্চুরি করল টুয়েলভথ ফেল। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবিটি সত্য ঘটনা উপরে যেমন নির্মিত তেমনই এটি আর চার পাঁচটা ছবির থেকে বেশ আলাদা। অনুপ্রেরণামূলক এই ছবিটিতে তেমন কোনও স্টার কাস্ট ছিল না, বাজেটও ছিল নামমাত্র। তবুও বক্স অফিসে কেবল নিজের দক্ষতায় হিট করে গেল এই ছবি। বক্স অফিসে ৫০ কোটি আয় করে ফেলল।
টুয়েলভথ ফেল ছবির বক্স অফিস কালেকশন
২৭ অক্টোবর মুক্তি পায় টুয়েলভথ ফেল। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত মাসে এবং মেধা শঙ্কর। তাঁদের এই ছবিটি টুকটুক করে অবশেষে ৫০ কোটি আয় করল বলেই জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
তরণ আদর্শ এদিন টুইট করে টুয়েলভথ ফেল কোন সপ্তাহে কত টাকা আয় করেছে সেই হিসেব নিকেষ দিল। আর সেটা অনুযায়ী, পঞ্চম সপ্তাহে এসে এটি ৫০ কোটির গণ্ডি টপকাল। তরণ আদর্শের টুইট অনুযায়ী, 'টুয়েলভথ ফেল হাফ সেঞ্চুরি করল। সুপারহিট এই ছবি। প্রথম সপ্তাহে এটি ১৩ কোটি টাকা আয় করেছে। তারপর দ্বিতীয় সপ্তাহে সেটা বেড়ে হয় ১৪.১১ কোটি। তৃতীয় সপ্তাহ অনেকটাই কমে যায় টুয়েলভথ ফেলের আয়। এই সপ্তাহে এটি মাত্র ৮.৫৪ কোটি টাকা আয় করে। চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে যথাক্রমে ৯.৪৮ এবং ৫.৫৫ কোটি টাকা আয় করেছে। ফলে সবটা মিলিয়ে টুয়েলভথ ফেলের মোট আয় ৫০.৬৮ কোটি।'