Vidyut Jammwal-Kolkata: কলকাতায় একসময় পড়াশোনা করতেন, থাকতেন, ফের একবার এই শহরে ফিরলেন বিদ্যুৎ জামওয়াল
1 মিনিটে পড়ুন Updated: 27 Feb 2024, 08:06 AM ISTবাইপাস সংলগ্ন এক রেস্তোরাঁয় ছবির প্রচার করতে দেখা যায় বিদ্যুৎ জামওয়ালকে। সেখানেই ভিড় জমিয়েছিলেন বহু লোকজন। এছাড়া শহরে একটা নামী কলেজে হঠাৎ করেই পৌঁছেছিলেন অভিনেতা। যাতে চমকে যান ছাত্র-ছাত্রীরা। এদিন কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সিতেও চড়ে বসেন অভিনেতা।
কলকাতায় বিদ্যুৎ জামওয়াল