বাংলা নিউজ > বিষয় > Jeetegaa toh jiyegaa
Jeetegaa toh jiyegaa
সেরা খবর
সেরা ভিডিয়ো

কলকাতায় বিদ্যুৎ জামওয়াল। নিজের ছবি ‘ক্রাক: জিতেগা তো জিয়েগা’-র প্রচারে সোমবার শহরে আসেন অভিনেতা। কলকাতায় এসে রাস্তার ধারের দোকান থেকে খাবার খেতে, মিষ্টি খেতেও দেখা যায় বিদ্যুৎ জামওয়ালকে। অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়ালকে দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন তরুণ-তরুণীরা। সোমবার বাইপাস সংলগ্ন এক রেস্তোরাঁয় ছবির প্রচার করতে দেখা যায় বিদ্যুৎ জামওয়ালকে। সেখানেই ভিড় জমিয়েছিলেন বহু লোকজন। এছাড়া শহরের একটা নামী কলেজে হঠাৎ করেই পৌঁছেছিলেন অভিনেতা। যাতে চমকে যান ছাত্র-ছাত্রীরা। এদিন কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সিতেও চড়ে বসেন অভিনেতা। চালকের আসনে বসে গাড়ি চালানোরও চেষ্টা করেন।