1 মিনিটে পড়ুন Updated: 04 Jan 2024, 11:54 PM ISTSubhasmita Kanji
12Th Fail: মনোজ কুমার শর্মা অর্থাৎ যাঁর জীবনের গল্পের উপর ভিত্তি করে টুয়েলভথ ফেল ছবিটি বানানো হয়েছে তাঁর সঙ্গে দেখা করলেন এই ছবির পরিচালক জানালেন কী?
টুয়েলভথ ফেল ছবিটি পুজোর ঠিক পরপর মুক্তি পেয়েছিল। ২৭ অক্টোবর মুক্তি পায় বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবি টুয়েলভথ ফেল। বক্স অফিসে তেমন সাড়া পায়নি ছবিটি। যদিও হিট করেছিল। ফিল্ম ক্রিটিকদের থেকে পেয়েছে তুমুল প্রশংসা। তবে সদ্যই এই ছবিটি ওটিটিতে মুক্তি পাওয়ার পর হইচই ফেলে দিয়েছে। চর্চায় উঠে এসেছে এই ছবির গল্প থেকে অভিনয়। সকলেই জানেন এই ছবিটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছিল। সম্প্রতি বিক্রান্ত ছবিতে যাঁর চরিত্রে অভিনয় করেছেন সেই আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার সঙ্গে আগে যে দেখা করেছিলেন পরিচালক সেটার ভিডিয়ো সকলের সঙ্গে শেয়ার করলেন তিনি।
মনোজ কুমার শর্মার সঙ্গে দেখা করলেন বিধু বিনোদ চোপড়া
সম্প্রতি টুয়েলভথ ফেল ছবিটি যাঁর জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছে সেই মনোজ কুমার শর্মার সঙ্গে দেখা করেছিলেন এই ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া। তাঁদের সেই সাক্ষাতের একটি ভিডিয়ো শেয়ার করেছেন পরিচালক। সেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার সঙ্গে তাঁর স্ত্রী আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীকেও দেখা যাচ্ছে। ছবিটির স্ক্রিপ্ট রিডিং সেশনের সময় তাঁদের দেখা হয়েছিল। তখন তাঁকে দেখেই কেঁদে ফেলেন মনোজ কুমার শর্মা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে মনোজ কুমার শর্মা যখন কাঁদছেন তাঁকে জড়িয়ে ধরে আছেন পরিচালক। মনোজ কুমার শর্মা যে কেবল এই ছবিটি বানানোর ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন এমনটা নয়। তিনি বাস্তবেও অনেককে অনুপ্রেরণা জুগিয়েছেন।