গত বুধবার ১৪ অগস্ট আচমকাই অসুস্থ হয়ে পড়েন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয় হাসপাতালে। এদিন অবশেষে ছুটি পেয়ে বাড়ি এলেন বর্ষীয়ান অভিনেতা। জানা গিয়েছে তাঁকে উত্তরাখণ্ডের মুসৌরির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর স্বাস্থ্যের অবস্থা দেখে ডাক্তাররা তাঁকে আইসিইউতে ভর্তি করানোর নির্দেশ দেন। সেখানেই ছিলেন তিনি। কিছুটা স্থিতিশীল হওয়ার পর তাঁকে এদিন ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: আরজি করের বিচার চেয়ে পথে নামল টলিউড, মমতার সমর্থক হয়েও মিছিলে পা মেলালেন রাজ, শ্রাবন্তী সহ কারা?
কী হয়েছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের?
হাসপাতালের তরফে জানানো হয়েছে চিকিৎসকরা প্রথমে আশঙ্কা করেন যে ভিক্টর বন্দ্যোপাধ্যায় বুঝি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় তাঁর ব্লাড প্রেসার অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু তারপর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে অভিনেতা ঠিক আছেন।
আইসিইউ থেকে অভিনেতাকে নরমাল বেডে শিফট করা হয় প্রথমে। তারপর শনিবার ১৮ অগস্ট হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। আপাতত তিনি দেরাদুনে রয়েছেন বলেই জানা গিয়েছে। এমন তথ্য তাঁর ম্যানেজার দিয়েছেন। জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা এখন সম্পূর্ণ সুস্থ আছেন।
ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে শেষবার গত বছর উইন্ডোজ প্রোডাকশন হাউজের পুজোর ছবি রক্তবীজে দেখা গিয়েছিল। সেখানে তিনি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় পরিচালিত এই ছবিতে তাঁর অভিনয় দেখে দারুণ প্রশংসা করেন দর্শকরা।