সোমবার খারাপ খবর শোনালেন ভিকি কৌশল, তৃপ্তি দিমরিরা। আসলে খবরটা খারাপ নয়, ‘ব্যাড নিউজ'-এর খবর দিলেন অভিনেতারা। শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। তাঁদের আগামী সিনেমার নাম ‘ব্যাড নিউজ'। আর সেই ছবিরই ঘোষণা সেরেছেন এ দিন প্রযোজক করণ জোহর। এ দিন ছবির মোশন পোস্টারও শেয়ার করেছেন করণ। ছবিতে ভিকির পাশাপাশি অভিনয় করছেন তৃপ্তি দিমরি, অ্যামি ভির্ক।
'ব্যাড নিউজ' ছবিতে প্রথমবার স্ক্রিন স্পেস শেয়ার করবেন ভিকি-তৃপ্তি, সঙ্গে রয়েছে অ্যামি-ও। গত বছর হয়েছে ছবির শ্যুটিং। ছবির প্রযোজক করণ জোহর লিখেছেন, ‘সবচেয়ে বিনোদনমূলক হাঙ্গামার জন্য প্রস্তুত হও- একবার সত্য ঘটনার দ্বারা অনুপ্রাণিত একটি কমেডি অপেক্ষা করছে!! ২০২৪ সালের ১৯ জুলাই সিনেমা হলে আসছে ব্যাড নিউজ’। আরও পড়ুন: পরিবারকে গর্বিত করতে চান, ‘ইব্রাহিমের অনুপ্রেরণা হতে চাই..’, কেন এমন বললেন সারা
আরও পড়ুন: ভয়াবহ বাইক দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট, ভেন্টিলেশনে জনপ্রিয় অভিনেত্রী অরুন্ধতী