সত্যজিৎ রায়ের 'নায়ক' ছবিটি অনেকেই বড়পর্দায়, কিংবা টিভিতে দেখে থাকবেন। তবে যাঁরা এখনও দেখেননি, তাঁরা আরও একবার এই ছবি দেখার সুযোগ পাবেন, তাও আবার বড় পর্দায়! আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২৫ সালে ফের একবার সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। ছবিটি ২কে ভার্সনে (ঝকঝকে) পুনরুদ্ধার করা হয়েছে। আর এই প্রথমবার ইংরেজি সাবটাইটেল সহ ছবিটি দেখানো হবে।
বিখ্যাত মাল্টিপ্লেক্স চেইন পিভিআর সিনেমাস (PVR Cinemas) তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই আইকনিক ক্লাসিকটির পুনরায় মুক্তির খবর জানিয়েছে। আর এবার আর ভাষা কোনও বাধা নয়, কারণ এত বছর পর ইংরেজি সাবটাইটেল সহ ছবিটি পর্দায় আসছে। এর ফলে ছবিটি বাঙালি সিনেপ্রেমী ছাড়াও আরও বেশি দর্শকদের কাছে পৌঁছাবে।
আরও পড়ুন-সমস্যা মেটাতে ফেডারেশনকে ডিরেক্টরস গিল্ডের চিঠি, আলোচনায় কি বসবে দুই পক্ষ?
আরও পড়ুন-'ময়েশ্চারাইজার লাগাই না, ছোট থেকেই শুধু সর্ষের তেল মাখি', কিশোরী প্রতিযোগীকে বললেন অমিতাভ