ব্যালকনিতে দাঁড়িয়ে অক্ষয় কন্যা খুদে নিতারা। চোখে রোদচশমা, মুখে মাস্ক। সামাজিক মধ্যমে মেয়ের ছবি শেয়ার করেছেন প্রাক্তন অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কেল খান্না। টুইঙ্কেল জানিয়েছেন এই মহামারীতে যেসব কচিকাচারা বাড়িতে আটকে রয়েছেন তাঁরা প্রত্যেকেই ‘মাস্ক পরা সুপারহিরো’। তিনি লেখেন, ‘দ্য নিউ নর্ম্যাল: ব্যালকনিটাই জঙ্গলে পরিণত হয়েছে এবং আমাদের প্রত্যেকের সন্তানেরা এক-একজন মাস্ক পরা সুপার হিরো! আমি আশ্চর্য হয়ে গেলাম তাঁরা দরজার বাইরে যেতেই কীভাবে প্রত্যেকে মাস্ক পরা সুপার হিরো হয়ে উঠল। নিজেদের আইসোলেট করে রেখেছে তাঁরা। এই কঠিন পরিস্থিতিতে আমার আশা-আকাঙ্খা এবং আনন্দের কারণ তাঁরা। এমনকি নানা হাস্য কৌতুকের মাধ্যমে আমাদের সঙ্গে দিচ্ছে ভুলিয়ে রাখছে’। পরিচালক তাহিরা কাশ্যপ ছবিতে প্রশংসা মূলক কমেন্ট করেছেন। পাশাপাশি অক্ষয় ভক্তরা অনেকেই কমেন্টে লিখেছেন, ‘বাবর মতোই মেয়ে’।করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না। তিনি ও অক্ষয় কুমার করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে ১০০ অক্সিজেন কনসানট্রেটর দান করেছেন। এর আগে অক্ষয় কুমার প্রাক্তন ক্রিকেটার তথা দিল্লির বিধায়ক গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংগঠনে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ১ কোটি টাকা আর্থিক সাহায্য করেছিলেন।