প্রেগন্যান্সির খবর দেওয়ার সময় একটি ছোট্ট কার্ডটি পোস্ট করেছিলেন অনিন্দিতা-সুদীপ। যেখানে দেখা মিলেছিল ছোট্ট একটা বেবি কট। আর সেই কট থেকে উঠে এসেছিল ছোট্ট একটা হাত। লেখা ছিল ‘দেখা হচ্ছে বন্ধুরা’। নিচে লেখা ছিল মার্চ, ২০২৫। অর্থাৎ, মার্চ মাসেই দুজনের কোল জুড়ে আসবে তাঁদের প্রথম সন্তান।