
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত কয়েকদিন ধরেই টিআরপি-র তালিকা অদলবদল। বেঙ্গল টপার পজিশন হাতছাড়া হয়েছে অনুরাগের ছোঁয়ার মাসখানেক আগেই। গত কয়েক সপ্তাহ তাও সেরা পাঁচে জায়গা ধরে রাখতে পারলেও, চলতি সপ্তাহে ছিটকে গেল সেরা পাঁচ থেকে। মিশকার সূর্যর জীবনে ফিরে আসে, দীপা-সূর্যর ডিভোর্স, সোনা-রূপার তাদের বাবার থেকে দূরে চলে যাওয়ার ট্র্যাকে আর মজা পাচ্ছে না দর্শক। যার প্রভাব সরাসরি পড়েছে নম্বরে! যদিও খেলনা বাড়ি (৩.৯)-কে হটিয়ে স্লট এখনও সূর্য-দীপার হাতেই।
গত সপ্তাহে টিআরপি টপার হিসেবে যৌথভাবে ছিল নিম ফুলের মধু আর কার কাছে কই মনের কথা। কিন্তু এই সপ্তাহে দেখা গেল নিম ফুলের মধু ৭.১ নম্বর নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আর কার কাছে কই ৭.০ নিয়ে পেয়েছে তৃতীয় স্থান। তিন নম্বরে রয়েছে আরও একটি মেগা, তা হল ফুলকি।
এবার প্রশ্ন তাহলে টপার কে? উত্তর হল জগদ্ধাত্রী। বেশ কয়েকমাস পরে টপারের স্থানে বসতে পারল জ্যাস। একসময় অবশ্য টানা টপার হত এই মেগা। এই নিয়ে ১৯বার টপার হল। পরে সেই জায়গাই নিয়েছিল কার কাছে কই মনের কথা।
নতুন শুরু হওয়া মেগা তুমি আশেপাশে থাকলে (৪.৭) কিন্তু সেভাবে ভালো ফল করতে পারল না টিআরপি-তে। সেরা দশে জায়গা তো পেলই না, স্লটও হারিয়েছে নিম ফুলের মধু-র কাছে।
প্রথম: জগদ্ধাত্রী ৭.৭
দ্বিতীয়: নিম ফুলের মধু ৭.১
তৃতীয়: ফুলকি / কার কাছে কই মনের কথা (৭.০)
চতুর্থ: তোমাদের রাণী (৬.০)
পঞ্চম: সন্ধ্যাতারা ৫.৯
ষষ্ঠ: অনুরাগের ছোঁয়া (৫.৮)
সপ্তম: রাঙা বউ (৫.৫)
অষ্টম: তুঁতে (৫.৪)
নবম: Love বিয়ে আজকাল (৫.৩)
দশম: ইচ্ছে পুতুল (৫.২)
ওম সাহানি-কে নিয়ে এসেও সেভাবে খেল দেখাতে পারেনি Love বিয়ে আজকাল। রাঙা বউ-এর সঙ্গে টক্করে বারবার হারাচ্ছে স্লট। এখন শোনা যাচ্ছে সরিয়ে দেওয়া হবে সিরিয়ালের নায়িকাকেই। মৌমিতা সরকারকে নাকি আর শ্রাবণের চরিত্রে দেখা যাবে না। সেই জায়গায় আসবেন তৃণা সাহা। আরও পড়ুন: 'আলোর কোলে'র হাত ধরে ফের একবার বাংলা সিরিয়ালের দুনিয়ায় ফিরছেন প্রসেনজিৎ
২৭ নভেম্বর থেকে বদলে যাচ্ছে মিলি-র সম্প্রচারের সময়। শুরু হতে না হতেই ছন্দপতন। টিআরপি-র লড়াইয়ে প্রথম থেকেই পিছিয়ে ছিল খেয়ালি ও অনুভবের এই মেগা। জল থই থই ভালোবাসা-র কাছে বারবার স্লট হেরে যাওয়া মিলিকে সোজা পাঠিয়ে দেওয়া হয়েছে রাত দশটায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports