
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ছোট পর্দার রেজাল্ট আউটের দিন চলে এসেছে দেখতে দেখতে। তারকা থেকে দর্শক, সবাই মুখিয়ে থাকে জানতে, কে হল সপ্তাহের সেরা। কোন ধারাবাহিকে তাঁর গল্প আর টুইস্টের জোরে, সেরার জায়গা দখলে রাখতে পারল।
এই সপ্তাহে টপারের জায়গা দখলে রাখল ফুলকি। নম্বর তুলল ৭.৫। ঠিক তারপরেই স্টার জলসার কথা। এই ধারাবাহিক নম্বর পেয়েছে ৬.৯। ফুলকি আর রোহিতের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তেই চড়চড়িয়ে বেড়েছে নম্বর। বরং, নিম ফুলের মধু আর আগের মতো দর্শক টানতে পারছে না। পর্ণার স্মৃতিভ্রংশের লম্বা ট্র্যাক, একটু হলেও একঘেয়ে লাগতে শুরু করেছে। এবার এই ধারাবাহিক তিন নম্বরে।
চার নম্বরে এবার তিন-তিনটে সিরিয়াল। গীতা, কোন গোপনে মন ভেসেছে আর জগদ্ধাত্রী পেয়েছে ৬.৪। পাঁচ নম্বরে উড়ান (৬.২)।
প্রথম: ফুলকি (৭.৫)
দ্বিতীয়: কথা (৬.৯)
তৃতীয়: নিম ফুলের মধু (৬.৮)
চতুর্থ: গীতা, কোন গোপনে, জগদ্ধাত্রী (৬.৪)
পঞ্চম: উড়ান (৬.২)
ষষ্ঠ: শুভ বিবাহ (৬.০)
সপ্তম: রোশনাই (৫.৮)
অষ্টম: বঁধূয়া (৫.২)
নবম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)
দশম: মিঠিঝোরা (৪.৯)
জি বাংলার নতুন চমক ছিল দু দুটো নতুন সিরিয়ালকে দেওয়া হয় দুপুরের স্লটে। কাজল নদীর জলে আর অমর সঙ্গী। টিআরপিতে দুটো ধারাবাহিকের রেটিংই একেবারে কম। স্লটও পেয়েছে টেনেটুনে।
১২ অগস্ট থেকে শুরু হয়েছে কাজল নদীর জলে। মুখ্য ভূমিকায় মৈনাক বন্দ্যোপাধ্যায়, অরুণিমা হালদার ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। দুপুর ২টোয় দেখানো হচ্ছে এই মেগা। সঙ্গে স্টার জলসার পুরনো সিরিয়াল বধূবরণের টক্কর। টিআরপিতে কাজল নদীর জলে তুলল ১.৪ রেটিং আর বধূবরণের রেটিং ১.৩।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার তরফে নিয়ে আসা হয়েছে অমর সঙ্গী সিরিয়ালটি। নায়ক নীল ভট্টাচার্য আর নায়িকা হলেন শ্যামোপ্তি মুদলি। সবাইকে অবাক করে দুপুর আড়াইটের স্লট দেওয়া হয় এই ধারাবাহিকে। আর এই সময় স্টার জলসায় সম্প্রচার হচ্ছে বধূবরণ-ই (এক ঘণ্টার এপিসোড)। টিআরপিতে অমর সঙ্গী-র রেটিং ১.৮। অর্থাৎ দুপুরের ধারাবাহিক এখনও দর্শকদের মধ্যে জয়গা করে উঠতে সক্ষম হয়নি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports