ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চাপা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিন প্রেম করার পর ২০২০ সালের নভেম্বরে প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে সই-সাবুদ করে বিয়ে করেন অনির্বাণ। দেখনদারি এক্কেবারে না-পসন্দ সৃজিতের ‘খোকা’র। খুব সাদামাটা ছিল সেই বিয়ের অনুষ্ঠান। আরও পড়ুন-পরমের জমাটি ড্রামসের তালে বেসুরো গান অনির্বাণের, 'মাতব্বরি না করলেই চলছিল না' কটাক্ষ নেটপাড়ার
বিয়ের পরেও দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন বরাবর এড়িয়ে গিয়েছেন অনির্বাণ। এর মাঝেই টেলিপাড়ায় গুঞ্জন অনির্বাণ-মধুরিমার দাম্পত্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। মধুরিমা পুরোদস্তুর রঙ্গমঞ্চের মানুষ। মূকাভিনয়ের সঙ্গে যুক্ত অনির্বাণ ঘরণী। টলিপাড়ার এক ঘনিষ্ঠ এইসময়কে জানায়, দুজনের দূরত্ব এখন ঘনিষ্ঠ বন্ধুদের কাছে অজানা নয়। তবে দূরত্ব তৈরি হয়েছে মানে এখনই সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছেন দুজনে এমনটা নয়। আসলে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে তাঁরা কোনও মন্তব্য না করলে হঠাৎ করে কিছু আন্দাজ করা অনুচিত, দাবি সেই ঘনিষ্ঠের।
সোশ্যাল মিডিয়ায় কাজ বাদে কোনও পোস্টই করেন না অনির্বাণ। সেই পথেই হাঁটেন মধুরিমাও। আশ্চর্যের বিষয় হল ইনস্টাগ্রামে মধুরিমা অনির্বাণকে ফলো করলেও নায়ক কিন্তু তাঁর স্ত্রীকে অনুসরণ করেন না! মধুরিমা-অনির্বাণ শেষবার একসঙ্গে জনসমক্ষে এসেছিলন অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায় ও প্রতীক দত্তের বিয়ের অনুষ্ঠানে। দুজনেই ঘনিষ্ঠ বন্ধু অনির্বাণ-মধুরিমার।
আরও পড়ুন-ঈশ্বরের নামে সিরিয়াল কিলিং, ফিরতে হল প্রবীর-বিজয়কে, ট্রেলারেই প্রত্যাশা জাগাল সৃজিতের দশম অবতার