টলিপাড়ায় সম্পর্কের সমীকরণ বেশ জটিল। কখন কী কারণে কার সঙ্গে কার সম্পর্ক ভাঙে, আবার কখন কীভাবে সম্পর্ক গড়ে তা বোঝা বড়ই দায়। টলিপাড়ায় সম্প্রতি আরও এক তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ইন্দ্রাশিস রায় ও সৌরভী তরফদারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তাঁদের বিয়ে ভাঙতে চলেছে বলে খবর।
ইন্দ্রাশিস রায় দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। আর সৌরভী বেসরকারি সংস্থায় কাজ করেন। ইন্দ্রাশিস ও সৌরভীর সম্পর্ক দীর্ঘ ১০ বছরের। এরপর ২০২১-এ তাঁদের বিয়ে হয়। সৌরভীর সঙ্গে বিয়ের পর সেই সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছিলেন ইন্দ্রাশিস। অনুরাগীরাও তাঁদের বিয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন। তারপর সব ঠিকঠাকই চলছিল। টলিপাড়া সূত্রে খবর, বেশকিছুদিন হল তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ইন্দ্রাশিস-সৌরভীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, দীর্ঘদিন তাঁদের একে অপরের সঙ্গে কোনও পোস্ট নেই। এমনও শোনা যাচ্ছে, ইন্দ্রাশিস নাকি অন্য অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও ইন্দ্রাশিস বা সৌরভী এবিষয়ে মন্তব্য করতে নারাজ।
আরও পড়ুন-‘অভিতাভ অভিনীত বিজ্ঞাপনে মিথ্যে কথা বলা হচ্ছে’, দাবিতে অনলাইন সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানাল CAIT
আরো পড়ুন-আপনিই 'টলিউডের শাহরুখ খান', শুনে কী বললেন প্রসেনজিৎ?
আরও পড়ুন-Exclusive Prosenjit: 'ইন্ডাস্ট্রি নই, আমি এখনও জ্যেষ্ঠপুত্র', বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়